![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম প্রথম যেভাবে মুসাকে নিয়ে বিভিন্ন তথ্য ও মিডিয়া উতালপাতাল শুরু করেছিল
তাতে ভেবেছিলাম রক্ষে নাই মুসার ।মাঝে এসে মুসার বিষয়টি কেমন জানি ঝিমুনী
মেরে ঘুমিয়ে গিছিল,আর তখন ধরে নিয়েছিলাম,আর বুঝি মুসার কিছু হবেনা।
কিন্তু না আমার সে ভাবনাকে গুড়িয়ে দিয়ে দেখছি মুসা বিন শমসেরের বিষয়টি
আবার আজ কদিন ধরে উঠে আসছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্যও উঠে আসছে।
মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করেছেন শুল্ক গোয়েন্দারা ।
আর এ জালিয়াতির মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের রেঞ্জ রোভার গাড়ি ব্যবহার করার অভিযোগও উঠে এসেছে মুসা বিন শমসেরের নামে ।
শুল্ক ফাঁকির ঘটনায় সরাসরি মুসা বিন শমসেরকে প্রধান আসামি এবং মানি লন্ডারিংয়ে সহযোগী হিসেবে আসামি করে মোট দুটি মামলা করবেন শুল্ক গোয়েন্দারা। গতকাল মুসা বিন শমসেরের জবানবন্দি শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদফতরের মহাপরিচালক ডিজি ডঃ মইনুল খান। তিনি সাংবাদিকদের আরো বলেছেন আমরা ২১শে মার্চ গুলশানে মুসা বিন শমসেরের বাড়ি থেকে একটি রেঞ্জ রোভার উদ্ধার করেছি । আর সেই গাড়ির তদন্ত সূত্রে ২০শে এপ্রিল মুসা বিন শমসেরকে তদন্ত কমিটির সামনে হাজির হতে সমন দিয়েছিলাম। তিনি অসুস্থতার কারণে সেদিন উপস্থিত হতে পারেননি। পরবর্তীতে সময় দিয়ে আজকে হাজির হওয়ার জন্য নোটিস দিয়েছি।
অর্থাত শেষ পযন্ত রক্ষা হচ্ছে না মুসা বিন শমসের নামে মামলা হবে ।
সূত্র: ইন্টারনেট।
১০ ই মে, ২০১৭ রাত ১২:৫২
নাইম রাজ বলেছেন: আমাকে অফার না,আমাকে পেলে কাটাকুটি করবে ।ভয় লাগছে ভাই ।
২| ০৮ ই মে, ২০১৭ ভোর ৬:০২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: যে লোক বছরে মাত্র ৮ শত ডলার আয়কর দেয় সে আবার প্রিন্স (!!!) হয় কি করে | উত্তর আমেরিকায় একজন নিম্ন আয়ের ব্যক্তিও এর চাইতে বেশি আয়কর দিয়ে থাকেন | ফালতু লোকজনকে মিডিয়া খুব বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলে ফেলে | আদম ব্যাপারী ধান্ধাবাজ এই লোকটিকে অতি লো প্রোফাইলের কয়েদির পদমর্যাদা দিয়ে কোনো কারাগারে পাঠিয়ে দেয়া দরকার |
৩| ০৮ ই মে, ২০১৭ সকাল ৯:৪৪
জোয়ান অব আর্ক বলেছেন: যুদ্ধাপরাধী যাদের ফাঁসি হয়েছে, তাদের যদি মুসার ১% টাকাও থাকত, কেউ তাদের লোমও স্পর্শ করতে পারত না। টাকার গরমে মুসা যে একজন যুদ্ধাপরাধী - সে কথাই সবাইকে ভুলিয়ে দেয়া হয়েছে - বিচার করবে কার বাবায়?
৪| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:০১
ঠ্যঠা মফিজ বলেছেন: হুম ভালো খবর।
৫| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৬
ব্লগ মাস্টার বলেছেন: আচ্ছা মুসা সাহেব কি টাকা পয়সা ধার দেন ?
৬| ০৮ ই মে, ২০১৭ বিকাল ৫:৩২
লেখা পাগলা বলেছেন: শেষ পযন্ত রক্ষা হচ্ছে না মুসা বিন শমসের নামে মামলা হবে ।
৭| ০৮ ই মে, ২০১৭ রাত ১০:১৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সবার অপরাধ সমভাবে দেখা উচিৎ।
৮| ০৯ ই মে, ২০১৭ রাত ৩:৩৯
তপোবণ বলেছেন: মুসার বিচার হবেনা। ৭নং মন্তব্যটা শুধুই আশাবাদ। আশাবাদি মন্তব্য পুঁথিবন্দী শব্দাক্ষরই মাত্র। এসব আলোর মুখ দেখে খুব কম। যে দেশে সবাইকে কেনা যায় সেখানে বিচারের আশা শুধুই আশা হতে পারে। মুসার অপরাধ যে ধরনেরই হোক এর চেয়েও পাহাড়সম অপরাধ করে দিব্যি যেখানে নাকে তেল দিয়ে ঘুমানো যায় সেখানে সরকারী রোষাণলে না পড়লে কিসের বিচার? কেন বিচার?
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৭ রাত ১:৩৬
চাঁদগাজী বলেছেন:
মুসা প্রথমে দুদককে কিনবে, তারপর গোয়েন্দাদের কিনবে, তারপর স্বরাস্ট্র মন্ত্রীকে কিনবে; যদি জানে আপনি ব্লগে লিখছেন, আপনিও অফার পাবেন।