![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হালকা হালকা শীত , মেঘলা আকাশ ,
বাতাসটা যেন আজ নিয়েছে অবকাশ ।
গাছপালাগুলো হয়ে আছে শান্ত ,
প্রকৃতি দেখছি যার নেই কোন অন্ত ।
চারিদিকে ডাকছে কাক কা কা করে,
এসবি দেখে আমার অন্তর যায় ভরে ।
হঠাৎ হালকা বাতাসে যখন
গাছগুলো নড়ে ,
পুরানো সেই বন্ধুদের কথা
খুবি মনে পড়ে ।
এক সময় যারা ছিলাম এক সাথে ,
আজ তারা কেহই নেই মোর পাশে ।
বেদনা মধুর এই পরিবেশে , যখন
প্রকৃতি হাসে ,
এমনই সময় আমার চোখ বেদনার
জলে ভাসে ।
©somewhere in net ltd.