নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

nmasum.blogspot.com

কি লিখবো, ভাবছি বহুকাল ধরে... হয়তো ভাবতে হবে অনন্তকাল...

নুরুল্লাহ মাসুম

আমি নৈরাশ্যবাদী নই, নই অতি আশাবদী। স্বীয় প্রচেষ্টাই কেবল একজনকে প্রতিষ্ঠা এনে দিতে পারে। একথা সত্য যে, প্রচেষ্টার সাথে সহযোগিতা এবং অনুকূল পরিবেশ প্রয়োজন। কারো উপকার করতে সক্ষম না হলেও স্বজ্ঞানে কারো ক্ষতি করো না। তবেই দেখবে, তোমার পাশে পাবে অনেক সহযোগী। মানুষকে ভালবাসতে শেখো, প্রকৃতি ভালবাসতে শেখো; মনে পাবে অফুরন্ত শান্তি...

নুরুল্লাহ মাসুম › বিস্তারিত পোস্টঃ

আশার ভুবনে

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

যন্ত্রণার শেষ দেখনি, দেখতে চাও

চলে এসো হিমালয়ের পাদদেশে- একাকী;

দেখবে, রিক্ত হস্তে ধ্যানমগ্ন ঋষি বসে হেথায়

নিরস্ত্র-নিরন্ন তবু হতাশা বিহীন এক তান্ত্রিক

নিরবধি কালোত্তীর্ণ মহাপুরুষ- মুক্ত বিহঙ্গে

অবারিত পদচারণায়- কি প্রশান্তি তার মনে!



অবগাহন কর, বুঝতে পারবে মুক্তি স্বাদ কত মধুর

না পাওয়ার কি যে প্রশান্তি- বুঝতে চেষ্টা কর।



হারাবার মাঝেও প্রশান্তির বারতা; কত মধুর

বুঝতে পারছ? উত্তর যদি না বোধক হয়

ফিরে যাও লোকালয়ে; বিরক্ত করো না তাকে।



প্রবল বর্ষণে-কর্ষণে প্রশান্তি যদিবা আছে

প্রচন্ড খরার শান্তির রূপ ভিন্ন; বুঝতে হবে

ব্যর্থতা তোমার, শুধরে নাও। দেখ, প্রকৃতির নবরূপ;

এখনও কি বোঝ নি? তবে ফিরে যাও লোকালয়ে।



বিরক্ত করোনা ধ্যানমগ্ন ঋষিকে ক্ষণিকের তরে

স্বল্পবসনা নিরন্ন ঋষিকে থাকতে দাও বিব্রতহীন

অনাহুত কামনায় তাকে ডেক না, ভেঙ্গোনা তার ধ্যান

অনাদিকাল থাকতে দাও তাকে, প্রকৃতির মাঝে

ফেরাবে যদি, ভাঙ্গবে ঈশ্বরের মন; গড়বে কে নতুন ভূবন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.