![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নৈরাশ্যবাদী নই, নই অতি আশাবদী। স্বীয় প্রচেষ্টাই কেবল একজনকে প্রতিষ্ঠা এনে দিতে পারে। একথা সত্য যে, প্রচেষ্টার সাথে সহযোগিতা এবং অনুকূল পরিবেশ প্রয়োজন। কারো উপকার করতে সক্ষম না হলেও স্বজ্ঞানে কারো ক্ষতি করো না। তবেই দেখবে, তোমার পাশে পাবে অনেক সহযোগী। মানুষকে ভালবাসতে শেখো, প্রকৃতি ভালবাসতে শেখো; মনে পাবে অফুরন্ত শান্তি...
নীল আকাশ কৃষ্ণবর্ণ ধারণ করে বোঝাতে চায়
স্বীয় সপ্তস্তরেই রয়েছে অব্যক্ত বেদনার সুর
ধরাতল থেকে প্রকৃতি তা বোঝে না কখনো
তার বোঝার কোন উপায়ও নেই।
মাঘের শেষে কনককনে ঠান্ডা হাওয়া উধাও হয় যখন
প্রকৃতি দীর্ঘশ্বাস ফেলে হুতাশ করে কেবলই
কালো মেঘে ঢাকা আকাশ ওকে শান্তনা দেয়
অঝোরে নেমে আসা জলধারা ভরে নদী।
তমসাবৃত আসমান ফিরে পায় নীল চাদর
হিমালয় থেকে আসে শীতল বায়ু তীব্র গতি নিয়ে
নীল আসমানে জ্বল জ্বল করে হাসে অগণিত তারকা
ছুটে চলে নিহারিকা, ধূমকেতু, পতন হয় উল্কার
তবু স্থির রয় ধ্রুব।
এবার প্রকৃতি হাসে, অসহনীয় হিমে কাতর হয়েও
পুলকিত মন তার, ধ্রুব রয়েছে হেথা
সাত আসমানের যত কালিমা, ছায়াপথের ধূলিকণা
ধ্রুবকে স্থানচ্যুত করে নি, করতে পারে নি;
ভীষণ খুশী হয়, প্রকৃতি যখন জানতে পারে
ধ্রুব স্থানচ্যুত হবার নয়।
মিরপুর, ঢাকা
২৩ ০১০২ জানুয়ারি ২০১৫স্থির নিরবধি ধ্রুব
©somewhere in net ltd.