![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নৈরাশ্যবাদী নই, নই অতি আশাবদী। স্বীয় প্রচেষ্টাই কেবল একজনকে প্রতিষ্ঠা এনে দিতে পারে। একথা সত্য যে, প্রচেষ্টার সাথে সহযোগিতা এবং অনুকূল পরিবেশ প্রয়োজন। কারো উপকার করতে সক্ষম না হলেও স্বজ্ঞানে কারো ক্ষতি করো না। তবেই দেখবে, তোমার পাশে পাবে অনেক সহযোগী। মানুষকে ভালবাসতে শেখো, প্রকৃতি ভালবাসতে শেখো; মনে পাবে অফুরন্ত শান্তি...
ধর্ম নিয়ে মত ভিন্নতা থাকতে পারে, তাই বলে তাকে গত্যা করা হবে, এতা কেমন সভ্যতা? মৌলবাদী সকল ধর্মে রয়েছ। এরা আসলে ধর্মান্ধ। এরা যুক্তি বোঝে না। ইসলাম ধর্মের প্রবক্তা রাসুলাল্লাহ (স.) এআমলে কি ভিন্ন ধর্মের মানুষ ছিল না? কোরআনে কি বলা হয় নি- "লা কুম দ্বীনিকুম ওয়ালিয়া দ্বীন"? ইসলাম তো বলে নি অন্য ধর্মের লোকদের খতম করতে! তাহলে অতি উত্সাহী এই মানুষরা করা? কেনই বা এরা অন্যের বিশ্বাসে আঘাত হানে? পাশাপাশি যারা ধর্ম মানেন না বা অন্য ধর্মের মানুষ, তাদেরও মনে রাখতে হবে, সব মুসলমানই মৌলবাদী নয় বা ধর্মান্ধ নয়। ধর্ম নিয়ে মতামত দেয়ার সময় সাবদানতা অবলম্বন করাটাই সমীচিন।
কোন গোষ্ঠী ধর্মান্ধদের দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীতে ইন্ধন যোগাচ্ছে কি না তা ভেবে দেখার সময়ও হয়েছে।
সকলে বাল তাকবেন, এই কামনা করছি.....
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৫
এন.এ.আনসারী বলেছেন: আমি আপনার সাথে ১০০% একমত