নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

nmasum.blogspot.com

কি লিখবো, ভাবছি বহুকাল ধরে... হয়তো ভাবতে হবে অনন্তকাল...

নুরুল্লাহ মাসুম

আমি নৈরাশ্যবাদী নই, নই অতি আশাবদী। স্বীয় প্রচেষ্টাই কেবল একজনকে প্রতিষ্ঠা এনে দিতে পারে। একথা সত্য যে, প্রচেষ্টার সাথে সহযোগিতা এবং অনুকূল পরিবেশ প্রয়োজন। কারো উপকার করতে সক্ষম না হলেও স্বজ্ঞানে কারো ক্ষতি করো না। তবেই দেখবে, তোমার পাশে পাবে অনেক সহযোগী। মানুষকে ভালবাসতে শেখো, প্রকৃতি ভালবাসতে শেখো; মনে পাবে অফুরন্ত শান্তি...

নুরুল্লাহ মাসুম › বিস্তারিত পোস্টঃ

আফসার চলে গেল!

২০ শে জুন, ২০১৫ দুপুর ২:০০



আফসার চলে গেল। তারুণ্যে চঞ্চল, সদাহাস্য, কর্মঠ এবং দক্ষ সংগঠক আফসার। পুরতান ঢাকার মত জায়গায় মুক্তদল (কসমস ওপেন স্কাউট গ্রুপ) চালানোর মত দৃঢ়তা ছিল তার মাঝে। দেখেছি ওর দক্ষতা সেই নব্বই দশকে... আমি তখন বাংলাবাজারে, ওর একেবারে কাছাকাছি.....। ২০০২ সালে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বেসিক কোর্সে শেষবারের মত আফসারকে পেয়েছিলাম সহকর্মী হিসেবে, দক্ষতার প্রমান সে রেখেছিল। তরুন ছেলেটি এত জলদি চলে যাবে, ভাবতে পারি নি। মনের গহীনে কষ্ট লাগছে, যেমনটি লেগেছিল গাজীপুরের হরিপদ এবং আরেফিন সামসুল হক চলে যাবার পর। ওদের স্মৃতি যেমন ভোলার নয়, তেমনি আফসারের স্মৃতিও ভোলার নয়। জানি না আফসার এখন কোথায়, কোন সুদূরে, কায়মনোবাক্যে প্রার্থনা করি, ভাল থেকো আফসার... যেখানেই থাকো না কেন। স্কাউট অঙ্গণের মানুষগুলো তোমায় ভুলতে পারবে না। তোমার পথেই ত সকলকে যেতে হবে। হয়ত কোন একদিন সেই অজনা স্থানে তোমার সাথে আবার দেখা হয়ে যাবে... দেখা ত হতেই হবে.... একই মন্ত্রে দীক্ষিত যখন। ভাল থেকো আফসার......

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩৬

হাসান মাহবুব বলেছেন: শোক প্রকাশ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.