![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পটি বহু পুরনো,শুধু ঘটনাগুলোই নতুন
চরিত্রগুলো বহুকাল আগের;
যখন পৃথিবীতে সৃষ্টি হলো প্রাণের
প্রথম স্পন্দন অ্যামাইনো এসিড
ধীরে ধীরে ডি-
অক্সিরাইবো এসিড
অতপর ক্রোমসোম
কিংবা চারিত্রিক বৈশিষ্ট্যের
ধারক জিন
ক্রমশ সৃষ্টি হলো নিউরন
সর্বশেষ পুরো মানব
অস্থি কাঠামো
চরিত্রগুলো তখনকার
শুধু রূপগুলো অপ্রত্যাশিত বিকৃত
কারণগুলো অমানবীয়,বড্ড
বেশী অজ্ঞাত
শিকড়বদ্ধ গাছের
শিকড়হীনভাবে বেড়ে উঠার মত
বড্ড বেমানান
সংলাপগুলো দিনকে দিন
বদলে যাচ্ছে
ব্যক্তিত্বগুলো ক্রমেই অপরিচিত
হচ্ছে
বদলে যাচ্ছে দৃশ্যপট ধীরে ধীরে
এক এক করে উদ্ভব হচ্ছে উদ্ভট সব
চরিত্রের
উদাহরনের ভীড়ে পাশ
কাটিয়ে যাচ্ছে মূল গল্পটি
''স্বাধীনতা'' শব্দটি আজ গল্পের মূল
উপাৎখান
অথচ দুটো চরিত্রের
মিলে যাওয়াটাই ছিল গল্পের
শ্রেষ্ট সমাপ্তির দাড়িটান
©somewhere in net ltd.