![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমস্ত পৃথিবীর বুক চিরে ছড়িয়ে ছিল জোৎস্নার ঢেউ
চাঁদের মুখ অবয়ব জুড়ে ছিল প্রশান্তির পূর্নতা
নদী আর সমুদ্রের মিতালী কেড়ে নিয়েছিল আধারের শূন্যতা
ক্রমেই ঘনিয়ে আসলো অমাবস্যার নীল থাবা
নদীর বুকে পড়লো ভাটা
ক্রমেই নদীর বুক চিরে জেগে উঠলো ধুধু বালিচর
প্রশান্তির জায়গাটুকুই শূন্যতারা বাধলো ঘর
অভিমানেরা ক্রমেই ঘর ছেড়ে উঠোনের দখলে নিলো
ক্রমেই বৃদ্ধি পাচ্ছিলো এর সীমানা প্রাচীর
শূন্যতারা গ্রাস করে নিলো সমস্ত সুখ,বুক জুড়ে গড়ে গেলো কষ্টের প্রাসাদ
©somewhere in net ltd.