![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে কোথাও দুঃস্বপ্নরা খেলে যায় অবিরাম
আমি চেয়ে থাকি নিস্তব্ধ হয়ে
আমি অবাক হই
আমি ভাবি
আমি ব্যাথা পাই
আমি হাসি
আমি স্বপ্নের দুটানায় ছিন্নভিন্ন হই বারবার
আমি আশার বুকে নিভে যাওয়া প্রদীপ হয়ে
দুঃস্বপ্নের সাথে বাধি ঘর
আমি মাঝে মাঝে হয়ে যাই আপনারই পর
©somewhere in net ltd.