![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি এমন প্রয়োজন ছিল?
ইচ্ছেটিকে পায়ে মাড়িয়ে অনিচ্ছার শৃঙ্খলে জড়িয়ে যাওয়ার?
স্বপ্ন দেখা শিখতে গিয়ে ভালোবাসায় হারিয়ে যাওয়ার?
সোনালী রোদের স্বপ্নটাকে আপন হাতে কবর দেয়ার?
শুভ্রতাকে খেদিয়ে দিয়ে নীল জোছনা কাছে টানার?
বৃষ্টি দেখার সময়টাকে অশ্রু জলে ভাসিয়ে দেয়ার?
কি এমন প্রয়োজন ছিল বলো?
একই যুগে জন্ম বলে একই ছাদের নীচে বেড়ে উঠার?
আকাশ ছোয়ার স্বপ্ন নিয়ে একই সাথে পা বাড়াবার?
কিইবা এমন প্রয়োজন ছিল?
এত শত পাওয়ার পরও জীবন স্রোতে হারিয়ে যাওয়ার?
হঠাৎ করে খুব ভোরে অন্য তোমায় কাছে পাওয়ার?
কি এমন প্রয়োজন ছিল বলো
কি এমন প্রয়োজন ছিল
২| ২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: আসলেই তো কি এমন প্রয়োজন ছিল ?
৩| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১২
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ।
শুভেচ্ছা
৪| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৪
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো প্রশ্নময় কবিতায় ।
৫| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৩
অপ্রকাশিত কাব্য বলেছেন: আপনাদের উৎসাহে উপকৃত হলাম। ধন্যবাদ
৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২১
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা রইলো।
শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।
৭| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪১
অপ্রকাশিত কাব্য বলেছেন: ধন্যবাদ, আপনার প্রতিও শুভকামনা
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৫
বাউল আলমগী সরকার বলেছেন: সুন্দর হয়েছে কবিতার ভাবনা