![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখো,
জীবনের রং গুলো কেমন করে খসে খসে পড়ছেে!!
এক একটি মুহুর্ত আজ কেবলই সাদাকালো রংয়ের মিছিল।
স্মৃতিগুলো আজকাল অনুভূতি শূন্য
বড্ড বেশী ফর্মাল হয়ে যাচ্ছে আমার ইচ্ছে গুলো!
সোডিয়াম লাইট এখন কেবলই সোনালী আলোর বিচ্ছুরন
রাতগুলো কেবলই রাত
স্বপ্নগুলো কেবলই স্বপ্ন!!
তবু কেন যে চোখের কোনে দুফোটা জল
কখনো বুঝিনি
এখনো বুঝিনা এই আমি
২| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৭
অপ্রকাশিত কাব্য বলেছেন: ভালো লাগার জন্য আনন্দিত হলাম। অনেক শুভকামনা জানবেন
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:৫৫
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা ভাই।
ভালো লাগলো লেখা।
অনেক ভালো থাকবেন। সবসময়।