নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৈসর্গিক পৃথিবীর ধাবমান শেওলা

অপ্রকাশিত কাব্য

নৈসর্গিক পৃথিবীর ধাবমান শেওলা

অপ্রকাশিত কাব্য › বিস্তারিত পোস্টঃ

কবিতা:কথোপকথন

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৩



আচ্ছা জগতটা এত রহস্যময় কেন?

....যেমন?

দেখো ঐ দূর আকাশে প্রতি গৌধুলীলগ্নে অপূর্ব এক শিল্পের সৃষ্টি হয়।
প্রতি পূর্নিমা রাতে পৃথিবী জুড়ে নেমে আসে জোছনার অপূর্ব বিস্ময়।
তবে কেন তা প্রতিনিয়ত নয়?

.....হয়তোবা বিধাতার ইচ্ছা।

নিজেকে দেখেছো অপ্সরী??

.....মানে??

তুমি তার চেয়েও রহস্যময়
তোমার রহস্য জগৎময়
তুমি হাসলে হৃদয়জুড়ে অজানা এক মোহ খেলা করে।
তুমি কাঁদলে আমার সত্তাটুকু তীব্র আত্ননাদে চিৎকার করে।
আমি বিহবল হয়ে পড়ি...
আমার ভেতরটাকে ভেঙ্গে চূড়ে আবার গড়ি।

.... তাই বুঝি প্রতিনিয়ত আমায় দগ্ধ করো??
হাতের উপর হাত না রেখে একলা পথ চলো?

তুমি জানো না অপ্সরী,
তোমার চেয়ে হাজারগুন আমি তখন পুড়ি
পুড়ে পুড়ে ঠিক যখন হয়ে যাই ছাই
হৃদমাজারে তখন আমি তোমায় খুজে পাই।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০০

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগা। অনেক।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

আচ্ছা জগতটা এত রহস্যময় কেন?

২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫১

অপ্রকাশিত কাব্য বলেছেন: শুভ কামনা রইলো আপনার প্রতি।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

তুষার কাব্য বলেছেন: ভালো লাগা।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

অপ্রকাশিত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.