![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতদিন পর অস্পষ্ট থেকে স্পষ্ট হলে!
আড়াল থেকে আলোতে এলে।
কতগুলো দিন মনে পড়ে?
তোমার নিকট সংখ্যার হিসেব হয়তো বা সহস্য দিন
নতুবা তার চেয়ে কিছু বেশী
আমার চোখে সমুদ্রসপেন
কিংবা অশ্রু রাশি রাশি।
এরূপ কয়েকশ যুগ কিংবা অসীম
নির্ঘুম রাতজাগা কষ্ট সীমাহীন।
এরপরও তুমি এলে বটে
নিঃশব্দের দীর্ঘশ্বাসে।
দূরন্ত চলার পথ রুখতে চাই নি আমি
কিংবা তোমাকে দেয়া প্রতিশ্রুতি
কেমন করে ভাঙতে হয় শৃঙ্খল তুমি তো তা বলনি???
©somewhere in net ltd.