![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে বসুন্ধরা
তোমায় আজ শোনাবো একটি মৃত্যুপুরী জনপদের কথা
ভোর-নিশিতে মানুষ পুড়ে মরে যেথা!
পুলিশের বুলেট যেথা ছিন্নভিন্ন করে বুক।
শোন বসুধা,
এখানেও এক কালে ছিলো অপরিসীম সুখ।
জানো, জানো
এক সময় আত্নীয়ের অসীম প্রেরনা নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যেতো।
বুক ভরা আশা নিয়ে
একসময় মানুষ চলতো মুক্ত বিহঙ্গের মত।
এক সময় এখানেও ছিল গোল্লাছুটের মাঠ,বিস্তীর্ণ প্রান্তর।
আজ তা হা হুতাশের, যন্ত্রনায় কাতর শশ্রুষাহীনের তীব্র আত্নচিৎকার।
আমি বলছিনা আগে কখনো এখানে বর্গীরা,মারাঠিরা দূধর্ষ হিংস্রতায় হামলে পড়ে নি।
আমি বলছিনা এখানের এই প্রান্তর বহুবার ভিনদেশীদের অত্যাচারে লাল হয়নি।
সত্যি বলছি আমি,
নিখাদ করুন সত্যি
এর আগে স্বজাতির প্রতি স্বজাতির এমন হিংস্র আক্রোশ এই জনপদ দেখেনি।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫০
অপ্রকাশিত কাব্য বলেছেন: অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ জানবেন
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬
ফাহিমুল ইসলাম বলেছেন: নিখাদ করুন সত্যি
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৩
অপ্রকাশিত কাব্য বলেছেন: জ্বী, তাই
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: কবিতা যেন সময়ের প্রতিবিম্ব !