![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের সূতিকাগার ছিলে তুমি!
বর্ণিল সব স্বপ্ন একে দিতে আমার দুচোখ ভরে।
আমি নিঃস্ব পথিক
স্বপ্নই ছিল আমার বেঁচে থাকার জ্বালানী।
আজ স্বপ্ন নেই
তাই আমি বেঁচে নেই!
চেটে দেখো
শ্বশ্মানের মৃতদের পোড়া ছাই
কিংবা পেট্রোল বোমায় দগ্ধ মানুষের সদ্য পোড়া হাড়ের সারি।
এরপর না হয় চেটে দেখো আমায়
নাক রেখো বহু পুরোনো মাংসের দলায়।
ঘ্রাণ টুকু পাচ্ছো অপ্সরী?
মৃতদের ঘ্রাণ?
পোড়া মাংসের ঘ্রাণ?
এরপরও কিভাবে বলবে বেঁচে আছি আমি?
বেঁচে আছে এই অন্তপ্রাণ?স্বপ্নের সূতিকাগার ছিলে তুমি!
বর্ণিল সব স্বপ্ন একে দিতে আমার দুচোখ ভরে।
আমি নিঃস্ব পথিক
স্বপ্নই ছিল আমার বেঁচে থাকার জ্বালানী।
আজ স্বপ্ন নেই
তাই আমি বেঁচে নেই!
চেটে দেখো
শ্বশ্মানের মৃতদের পোড়া ছাই
কিংবা পেট্রোল বোমায় দগ্ধ মানুষের সদ্য পোড়া হাড়ের সারি।
এরপর না হয় চেটে দেখো আমায়
নাক রেখো বহু পুরোনো মাংসের দলায়।
ঘ্রাণ টুকু পাচ্ছো অপ্সরী?
মৃতদের ঘ্রাণ?
পোড়া মাংসের ঘ্রাণ?
এরপরও কিভাবে বলবে বেঁচে আছি আমি?
বেঁচে আছে এই অন্তসার শূন্য এ প্রাণ?
©somewhere in net ltd.