নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৈসর্গিক পৃথিবীর ধাবমান শেওলা

অপ্রকাশিত কাব্য

নৈসর্গিক পৃথিবীর ধাবমান শেওলা

অপ্রকাশিত কাব্য › বিস্তারিত পোস্টঃ

কবিতা: কেবল আরেকটিবার; তোমায় চাই

১৯ শে জুন, ২০১৫ রাত ৯:০২

নব উম্মাতাল এই ধরায় আরেকটিবার তোমায় চাই!
আর কেবলই একটিবার তোমায় চাই।
বৃষ্টিবিলাসরত তোমায় চাই!
আর কেবল একটিবার তোমায় চাই
টপটপ করে ঝরে পড়া বৃষ্টির জল
তোমার হাত উপচে পড়বে!
দ্বিগ্বিদিক ভূলে তাকিয়ে থাকা একটি অবচেতন মনে
সহস্রজনম ভূলে থাকতে চাই!
কেবল সে দৃশ্যের অবলোকনে!
কেবল আরেকটিবার তোমায় চাই।
রাত্রি দ্বিপ্রহর ঘুমকাতুর চোখে,
পূর্ণিমারাতের জোছনায় ঘোর লাগা নেশায়!
শুভ্র শাড়ির দোলায়,
এলোমেলো কৃষ্ণকেশের সুতীক্ষ্ণ মোহনীয় মুগ্ধতায়।
আর কেবল একটিবার তোমাকে চাই।
বসন্তের আবগোহনে নীরব নির্লিপ্ততায়,
বাতাসের গুন্জনে কানপেতে।
সুখচ্ছায়ায় বিরহী কোকিলের মধুর তানের মত
পরম আরাধ্যতায়,
আর কেবল একটিবার তোমায় চাই।
বিলাসী কোন এক শরতের বিকেলে,
কাশফুলের শুভ্র সমারোহে,
দখিনা মৃদু বাতাস যখন মনে রঙ্গিন আবহের সৃষ্টি করে,
তখন,
কেবল আর একটিবার তোমায় চাই।
গৌধূলীর অন্তিমলগ্নে
নীড়ে ফেরা পাখির মত করে,
তোমার হাতের উপর হাত রেখে
কোন স্নিগ্ধ বিকেলে!
কেবল আরেকটিবার তোমায় চাই।
তপ্তদুপুরে বসুধা যখন নীরবতার আবহ আলিঙ্গন করে!
যখন কঠোর মনও হুহু করে উঠে
ধরার মাঝে জন্ম নেয় সোনালী আলোর দ্যুতি।
হৃদয়পটে ভেসে উঠে পুরোনো স্মৃতি
তখন
কেবল আরেকটিবার তোমায় চাই

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৫ রাত ৯:৫৬

জেন রসি বলেছেন: বাহ!

চমৎকার।

২০ শে জুন, ২০১৫ রাত ১২:২৯

অপ্রকাশিত কাব্য বলেছেন: অনুপ্রাণিত হলাম! ধন্যবাদ জানবেন

২| ১৯ শে জুন, ২০১৫ রাত ১০:৫৪

শতদ্রু একটি নদী... বলেছেন: সুন্দর হইছে। ভালোবাসার তীব্রতায় ভালোলাগা।

২০ শে জুন, ২০১৫ রাত ১২:৩২

অপ্রকাশিত কাব্য বলেছেন: অনেক বেশী অনুপ্রাণিত হলাম! পড়ার জন্য ধন্যবাদ জানবেন

৩| ২০ শে জুন, ২০১৫ রাত ৮:৫৪

আরণ্যক রাখাল বলেছেন: আমার আর একটি বার না হাজাররার তোমাকে বলতে যাকে বুঝিয়েছেন তাকে চাই

২০ শে জুন, ২০১৫ রাত ৯:০৩

অপ্রকাশিত কাব্য বলেছেন: তবে চাওয়াটাকে আরো তীব্র করতে পারেন,প্রবল থেকে প্রবল হবে চাওয়ার তীব্রতা।
কখনো কখনো তীব্র আকঙ্খাগুলো ম্যাজিকের মত হাতের মুঠোয় ধনা দেয়

৪| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চমৎকার কথামালায় সুন্দর কাব্য!
ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতার জন্য।

০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৭

অপ্রকাশিত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন আপনিও, অনিঃশেষ। ভালো থাকবেন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.