![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই নিলয় হত্যাকান্ডের জন্য সহমর্মিতা জানাচ্ছি।
কারন হত্যা কখনো শান্তি দিতে পারে না।
মুক্তচিন্তা কি?
আমাদের সবারই জানা উচিৎ মুক্তচিন্তা বা মুক্তমনা কি? মুক্তচিন্তা বলতে আমরা বুঝি আমাদের চিন্তার স্বাধীনতা।
এই স্বাধীন চিন্তা দিয়ে আমরা যেকোন বিষয় পর্যালোচনা, স্বীধান্ত গ্রহন করতে পারি ।
এক কথায় বাক স্বাধীনতা।
আর এই মুক্তচিন্তা যারা ধারণ করেন তাদের বলা হয় মুক্তমনা।
আমাদের দেশে মুক্তমনা লেখকের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে(
যদিও এর অধিকাংশই মুক্তমনার সংজ্ঞার মধ্যে পড়ে না)।
আমাদের দেশে মুক্তচিন্তার নামে এক ধরনের সংস্কৃতি চালু আছে যা বিশেষ কোন গোষ্ঠীর আদর্শ বাস্তবায়নে তৎপর।
বিশেষ করে ধর্মহীনতা প্রচারে।
বাস্তবিক ক্ষেত্রে এমনটি হওয়ার কথা না।
প্রকৃত ঘটনা পর্যবেক্ষন করলে দেখা যায় আমাদের দেশে কেউ যদি ইসলামের পক্ষে লেখে সে হয়ে যায় মৌলবাদী।
কেউ যদি হিন্দুত্ববাদ নিয়ে লেখে সে হয়ে যায় গোড়া হিন্দু।
কিন্তু কেউ যদি ধর্মহীনতা নিয়ে লেখে সে হয়ে যায় মুক্তমনা।
বাস্তব ক্ষেত্রে তাকে বলা উচিৎ ছিল নাস্তিক।
মূলত আদর্শের সংঘাত এখানেই।
আমদের দেশে যারা মুক্ত চিন্তার ধারক ও বাহক তাদের অধিকাংশই ধর্ম নিয়ে এমন সব লেখা লিখেন যা সরাসরি মানুষের ধর্মের সাথে সাংঘর্ষিক।
তারা ধর্ম বিষয়ে খুব বেশী জ্ঞাত না হয়েও ধর্ম বিষয়ে ভূল, বিভ্রান্তিকর এবং অসত্য তথ্য দিয়ে মানুষের রোষানলে পড়েন।
প্রত্যেক মানুষই মনে করে তার মতাদর্শই সঠিক। তাই মুক্তমনা লেখকও তার আদর্শের জায়গা থেকে চিন্তা করেন তার মতই বোধ হয় কেবল সঠিক।
সেই ধারনা থেকে সে অন্য মতাদর্শের উপর আঘাত করে আর নিজেই আক্রোশের স্বীকার হয়।
বাস্তবিক পক্ষে আমাদের মনে রাখা উচিৎ যে আমার মুক্তচিন্তাটি অন্য মতাদর্শের উপর চাপিয়ে দেয়া আরেকটি মুক্তচিন্তার পথে বাধার নামান্তর।
আপনি যদি কিছু তথ্য উপাত্ত দিতে পারেন যে ইশ্বর বা খোদা বলতে কিছু নেই, তবে বিপরীত মতাদর্শের দিকে তাকান,তা ও আপনাকে তথ্য উপাত্ত দিয়ে বলবে ইশ্বর বা আল্লাহ একজন আছেনই।
তাই সবারই মুক্তচিন্তার সীমা থাকা উচিৎ । যেন অন্য মতাদর্শের আক্রোশ আপনার উপর হামলে না পড়ে।
নয়তো মুক্তচিন্তার নামে মতাদর্শের দ্বন্দের আক্রোশ মুক্ত হাতিয়ারে রূপ নিতে বাধ্য।
সর্বশেষ বলতে চাই হত্যা কখনো শান্তি আনতে পারে না। বরং তা অশান্তিরই সূচনা করে।
তাই যারা ব্লগার নিলয় সহ অন্যান্যদের হত্যা করেছে তা কখনো ইসলামের জন্য হতে পারেনা।
তাই খুনিদের গ্রেফতার ও বিচার চাই।
০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৬
অপ্রকাশিত কাব্য বলেছেন: তাহলে তো নাস্তিক সম্পর্কে ভালোই ধারণা রাখেন
২| ০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫২
শাহরিয়ার সনেট বলেছেন: আমার প্রথম ব্লগ টা দেখেন...
আসলে তাদের মানসিকতা অনেক বিকৃত!
০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৫
অপ্রকাশিত কাব্য বলেছেন: হুম,তাই বলেন
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৮
শাহরিয়ার সনেট বলেছেন: সরাসরি এক নাস্তিক ভাইয়ের সাথে আমার কথা হইছে....