![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সভ্যতার কালো ছায়ার ছড়িয়ে দেয়া বিষাক্ত নিঃশ্বাস।
অতপর আত্ম হাহাকারের শাব্দিক তেজস্বিয়তায় দূষিত বাতাস।
দপ করে নিভে যাওয়া দ্বীপ্ত প্রদীপ,
নিকষ কালিমা লেপ্টে বিবর্ন করে সভ্যতার চাদর।
গাঢ়তর হয় অন্ধকার
তীব্রতর হয় আত্ম হাহাকার।
শ্রীহীন হয় গৌধূলীর নির্জন সহবাস।
যুগান্তরের তটরেখায় খানিকটা বিবর্তন
অতপর সে অন্তহীন দগ্ধ করাল গ্রাস।
এ অভিমান নয়।
এ স্মৃতি পোড়া ছাই নয়।
নয় কোনো ব্যর্থ প্রেমের ইতিহাস।
এ নিত্যদিন তরতর করে বেড়ে ওঠা সভ্যতার বিষাক্ত নিঃশ্বাস।
১৭ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
অপ্রকাশিত কাব্য বলেছেন: প্রথমে ধন্যবাদ জানবেন। অভিশাপ থেকে মুক্তি চাই আমরা।
সভ্যতার অন্ধকার অভিশাপ থেকে। যে অভিশাপ আলোকবিন্দুর জৌলুস চিনিয়ে অন্ধকারকে কাছে টানতে শেখায়, সে সভ্যতার অন্ধকার অভিশাপ থেকে মুক্তি চাই!
২| ১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬
মানুষ বলেছেন: তবে কি আমরা অসভ্য হবো?
১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০১
অপ্রকাশিত কাব্য বলেছেন: ভালো একটি প্রশ্ন করেছেন। সভ্যতার অন্ধকার দিক থেকে মুক্তি প্রয়োজন আমাদের। আলোর বিচ্ছুরন ছড়িয়ে অন্ধকার দূর করাকে যদি অসভ্য বলে তবে তাই হবো। পারবেননা হতে?
৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
অপ্রকাশিত কাব্য বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ
৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:০৪
নাবিক সিনবাদ বলেছেন: ভালো লাগলো খোব।
২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
অপ্রকাশিত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন
৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৪
জাহিদ জুয়েল বলেছেন: দীর্ঘ বিরতির পর ফিরে এলাম । অনেক মিস করেছি ,আশা করি সবাই ভাল আছেন।
কবিতা বেশ ভালো লেগেছে ।
২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
অপ্রকাশিত কাব্য বলেছেন: ফিরে আসার জন্য স্বাগতম। মিস করেছি আপনাকেও। অনেক
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে...
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৯
অপ্রকাশিত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩
বিজন রয় বলেছেন: সুন্দর লেখা।
++++
০৭ ই মার্চ, ২০১৬ রাত ২:০৩
অপ্রকাশিত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২২
ভ্রমরের ডানা বলেছেন: চমতকার কবিতা!! খুব ভাল লেগেছে। আধুনিক সমাজের অভিশাপ থেকে মুক্তি চাই। ফিরে পেতে চাই সেই পুরোনো গ্রাম, মাঠ, হাট, বাজার।