![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আকাশের মন ভালো নেই।
একলা আকাশ থমকে আছে
কালো মেঘে ছেড়ে আছে।
মন ভালো নেই,
আজ আকাশের মন ভালো নেই।
প্রভাত কাটে গোমট মুখে।
দুপুর ফুরোয় জল ঝরিয়ে।
মন ভালো নেই,
আজ আকাশের মন ভালো নেই।
সন্ধ্যে ফুরোয় বিষন্ন আর একাকীত্বে
চাঁদ, তারকাদের অবহেলায়
রাত কেঁটে যায় শূন্যতা আর শূন্যতায়।
হৃদ মাজারে তিক্ততা আর কষ্ট নিয়ে।
মন ভালো নেই,
আজ আকাশের মন ভালো নেই।
২২ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৫
অপ্রকাশিত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন সবসময়
২| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫২
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: আজ আকাশের মন ভালো নেই
সারাক্ষণ গর্জন, বিজলী ঝিলিক, বজ্রপাত
তারপার ঝড়ো হাওয়ার সাথে কান্না বৃষ্টি
২২ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৮
অপ্রকাশিত কাব্য বলেছেন: এরপর কিছু মৃত্যু। বিষন্ন আকাশের আজ মন ভালো নেই
৩| ২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৫৪
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা।
২২ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০৬
অপ্রকাশিত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন।
৪| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫২
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: আজ আকাশের মন ভালো নেই
সারাক্ষণ মেঘের গর্জন, বিজলী ঝিলিক, বজ্রপাত
তারপর ঝড়ো হাওয়ার সাথে কান্না বৃষ্টি।
এমন সময় হালকা বৃষ্টিতে রামধনু।
রামধনু দেখে একটু অবাক হয়ে আকাশ তাকিয়ে দেখল
এক মা নিজে ভিজে কলা পাতা দিয়ে তার সন্তানকে ঢেকে
হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পর আকাশ দেখল একজন লোক
তার স্ত্রী ও মা-কে বাসায় যাওয়ার জন্য
একটা রিক্সায় তুলে দিয়ে নিজে সান-সেট এর নিচে দাঁড়িয়ে আছে।
২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫১
অপ্রকাশিত কাব্য বলেছেন: আকাশের মন ভালো না থাকার প্রাত্যহিক চিত্র। ভালোই লাগলো।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪২
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভালো লাগলো