| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) আমি কি শূন্যই রবো সখি?
নিশিত জাগরনে কাটাবো নিরবধি?
তোমাতে যত মিছে আশ
দিবা নিশি সেকি রচিবে দীর্ঘশ্বাস।
★★★★★★★★★★★★★★★★★
২) বহুদিন পিছনে তাকানো হয়নি।
হয়তো তাকানো হতো না আরো কিছুকাল।
ঘুমের ঘোরে স্বপ্নে সযতনে কেনো দিলে ডাক?
★★★★★★★★★★★★★★★★★★
৩) ভূল করি।
বারবার ভূল করি।
যে ছায়া ছুয়ে ফেলেছি!
পিছলে গিয়ে বারবার ভূল করি।
★★★★★★★★★★★★★★★★★★
৪) এ যে ঘুম কাতুরে চোখ!
যুগল চাহনী।
রূপালী রোদে চেয়ে আছে পলক পড়েনি।
পুরোনো ক্যানভাসে আছড় কাটে,
ধূলি ঝড়ে কুয়াশা মাখে
তবু চক্ষু মুদে নি।
রুপালী রোদে স্নান সেরে উদাস পথিক আজ নীড়ে ফিরেনি।
★★★★★★★★★★★★★★★★★★
৫) কষ্ট পেলে মানুষ কাঁদে!!
কথাটি নিরেট সরল বাক্য।
সবচেয়ে বেশী হাসে মানুষ কষ্ট পেলে
ভয়ংকর কোন কষ্ট
জীবন বিনাশী কষ্ট।
★★★★★★★★★★★★★★★★★★
৬) অলক্ষ্যে না হয় কেটে যাক কিছু সময়।
কিছু নিয়মের হেরফের কিইবা এমন কদর্য ঠেকবে?
যে জীবনবোধ আমাদের নিয়মের গন্ডিতে আবদ্ধ করে পরম যত্নে,
হোক তাতে খানিক বিরাম সবার অলক্ষ্যে।
★★★★★★★★★★★★★★★★★★
৭) চন্দ্রিমা এঁকেছে অসুখ,
আর আমি!
আকাশের বুকে একরাশ অসহায়ত্ব।
★★★★★★★★★★★★★★★★★★
৮) চলে যদি যায় বসন্তের দিনগুলি, চলে যেয়ো তুমিও।
মাঝে মাঝে ঝড় হয়ে ফিরে এসো, ও হৃদয় চুমিও।
★★★★★★★★★★★★★★★★★★
৯) কেইবা আর পারবে বলো এমন করে ভালোবাসতে?
দুনয়নে অশ্রু দেখে এমন করে উন্মাদ হতে?
★★★★★★★★★★★★★★★★★★
১০) আমি তোমার জলে ভাসি
তোমার জলে সিক্ত হই।
হাজার মানুষের ভীড়ে ও আমি তোমার খোজে একলা রই।
১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৬
অপ্রকাশিত কাব্য বলেছেন: ধন্যবাদ জানবেন।ভালো থাকবেন সবসময়
২|
১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৬
সনেট কবি বলেছেন: কবিতা ভাল লেগেছে।
১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১২
অপ্রকাশিত কাব্য বলেছেন: অনুপ্রাণিত। ধন্যবাদ জানবেন
৩|
১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
অপ্রকাশিত কাব্য বলেছেন: ধন্যবাদ
৪|
১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
বিজন রয় বলেছেন: লেখার ভিতরে ষ্টার চিহ্ন ভাল লাগছে না।
১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৫
অপ্রকাশিত কাব্য বলেছেন: প্রতিটি লেখাকে আলাদা করার চেষ্টা। তারপরও পরামর্শ হিসেবে নিলাম
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: সবকটি'ই ভালো লেগেছে।