নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকের ভাই

হাওয়া ম্যা উড়তা গানটা দাও। ওই টা বাকের ভায়ের হিট গান ।

[বাকের ভাই]

আমিই বাকের ভাই ।

[বাকের ভাই] › বিস্তারিত পোস্টঃ

টেলিটকের একটা থ্যী জি সীম নিতে চাই, নিজের নাম্বারের সাথে মিলিয়ে

২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০০

টেলিটকের একটা থ্যী জি সীম নিতে চাই, নিজের নাম্বারের সাথে মিলিয়ে ।

এই ব্যাপারে কি কেউ সাহায্য করতে পারেন ? বা কারো সাথে কী কোনো মার্কেটিং এর লোকের পরিচয় আছে বা কারো সাথে যোগাযোগের ফোন নাম্বার ?

তাহলে ফোন করে জেনে নিতাম বা অর্ডার করতাম ।

কারো জানা থাকলে জানাবেন ।

অনেক উপকৃত হতাম ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

মোহাম্মদ মাহবুব বলেছেন: আজই গিয়েছিলাম গুলিস্থানে অবস্থিত টেলিটক কাষ্টমার কেয়ার সেন্টারে। প্রথমে মনে হচ্ছিল আমি ঢাকা মেডিকেল কলেজের মর্গে ঢুকে পড়েছি; অন্ধকার ঠেলে, দরজা ধাক্কাধাক্কি করে ভেতরে ঢুকে দেখি একজন মহিলা বসে আসে; আমি জিজ্ঞাসা করলাম আমি একটি সিম তুলতে চাই। সে আমাকে ধমকের সুরে বলল - সিম তুলবেন কাগজ পত্র কই? আমি বললাম - আমি হারানো সিম তুলব না, আমার পছন্দ করা একটি নাম্বার তুলব। কর্কশ কন্ঠের মহিলাটা এবার বলল - এখানে হবে না, বনানি যান। সে আমাকে বলল না বনানির কোথায় তাদের কাষ্টমার কেয়ার আছে।
এই হচ্ছে "টেলিটক - আমাদের ফোন"
ধিক্কার জানাই...

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১০

[বাকের ভাই] বলেছেন: আমার সাথেও একই ঘটনা ঘটেছে । গিয়েছিলাম উত্তরা কেয়ার সেন্টারে । এমন ব্যবহার করল যেন উনারা বিশ্রাম নিচ্ছিল্ল আর আমি যেয়ে তাদের ডিস্টার্ব করলাম ।

২| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ২:১৪

রাখালছেলে বলেছেন: তাদের ব্যবহার ও সার্ভিস সবসময় তলানীতেই ছিল আছে ও সারাজীবন থাকবে । কারন তারা সরকারী কর্মচারী । তাদের চাকরী যাবার ভয় নেই ।

২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১২

[বাকের ভাই] বলেছেন: ঠিক বলেছেন । এজন্য একটা নরকারী চাকরী দরকার (ক্যান যে হয়না !!!!)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.