![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন নিয়ে চোখে চলে যেতে হবে,
হয়তো দেখা হবে কথা হবে থেমে থেমে।
স্বপ্নকে শক্ত করতে, একদম নিজের করতে,
যা ইচ্ছে তাই করবো, করতেই হবে।
এত ভাষা, এত গুছিয়ে কথা বলা,
সব যেন স্বপ্ন হয়ে সত্যি হয়।
পেছনে ফিরে যেন না দেখি,
স্বপ্নের কারিগর পরভূমে ব্যস্ত।
এ হাত কোন স্পর্শ চাইবে না,
অহেতুক ডাক্তারি করবে না তুমি।
তবু তুমি যেন বারবার ফিরে আসো,
কালো, কুৎসিত, ব্যস্ত, ভংগুর, খসখসে এ জীবন জড়িয়ে।
না হলে যাওয়ার আগে,
জানিয়ে যেও সময়, স্থান, কারণ টা!!!!!!!!
পরের ভাবনা টা পরেই হবে!!
©somewhere in net ltd.