নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যভাষী সমালোচক

এস নবীন (সম্রাট)

লেখালেখির অভ্যাস শৈশব থেকেই। কবিতা ও ছোট গল্প লিখতে ভালবাসি।নিজের মতামতের উপর আস্থা থাকলেও অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে পিছুপা হইনা ।

এস নবীন (সম্রাট) › বিস্তারিত পোস্টঃ

মায়ের বুলি

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২১

তোর জন্য রাস্তা খুনে রাঙা,
রাক্ষূসের ওই শিকল হলো ভাঙা।
মায়ের কাছে ওয়াদা যে করা,
তোকে, মা বলেই ডাকবে বঙ্গ ধরা।

তোর জন্য বুকে জমা হাজার মমতা,
কেড়ে নিবে তোকে এমন কার বা ক্ষমতা?
মুছে দিতে সুর টি তোর মুখ ধরেছে চেপে,
এমন দেখে তোর ছেলেরা পড়ল সবাই ঝেপে।

হুংকারে হুংকারে কাঁপে গোটা দেশের মাটি,
সে হুংকার ঠেকাতে ওরা মারলো মাথায় লাঠি।
তোর ইজ্বতে দেশ মাতার সব ছাত্র জনতা,
মৃত্যুদলিল সঙ্গে নিয়ে ভাঙল নিরবতা।

রাজপথে তাই ধ্বনি বাজে "বাংলা প্রাণের ভাষা",
মুখের বুলি করতে আদায় ছেড়ে সকল আশা।
কম্পিত ওই হায়েনার দল করলো বুকে গুলি,
রক্ত ঢেলে রাজপথে তাই আসলো মায়ের বুলি।

যেই তোকে হায় করতে আদায় জীবন দিলো ঝরে,
সেই ছেলেরাই তোকে আবার কাঁদায় কেমন করে?
পুরনো সব ছেলে মা তোর রাখতো মর্যাদা,
নতুন যুগের সেই ছেলেদের ভুল একগাদা।

বাংলা ভাষায় কইবো কথা বাংলা বর্ণ দিয়ে,
জীবন দিলো রফিক সালাম সেই স্বপ্ন নিয়ে।
আজকে কেন বাংলাতে যায় মিশে ভীন ভাষা,
বাংলা মায়ের এমন সন্তান নেই তো প্রত্যাশা।

ছেড়ে দে ভাই গদোগদো আহ্লাদি সব ভাষা,
যুগের সাথে চলছে ধেয়ে বুলি মোর খাসা।
বাংলা মোদের প্রাণের ভাষা মায়ের মুখের হাসি,
এই ভাষাতেই চিনবে মোদের সারা বিশ্ববাসী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.