নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যভাষী সমালোচক

এস নবীন (সম্রাট)

লেখালেখির অভ্যাস শৈশব থেকেই। কবিতা ও ছোট গল্প লিখতে ভালবাসি।নিজের মতামতের উপর আস্থা থাকলেও অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে পিছুপা হইনা ।

এস নবীন (সম্রাট) › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

মুক্ত মালার হার কুড়াবো যাক না জীবন জলে,
নিভৃতের ওই ঘর বানাবো অথই সাগর তলে।

পাল ছেড়া এক তরী হবো ভাসিয়ে দিয়ে বুক,
করবো জীবন সাঙ্গ আমি তোমায় দিয়ে সুখ।

পাহাড় চূড়ায় ঠাই দাড়িয়ে ডাকবো তোমায় কাছে,
ভিজিয়ে দেবো অঙ্গ তোমার মেঘ বালিকার আঁচে।

গান শুনাবো জোনাক জ্বলা টিপটিপ ওই রঙে,
ভাবছো তুমি এসব যেন মিলিয়ে যাবে নিত্য নতুন ঢঙে।

দমকা ঝড়ের হুংকারে সব ছিন্নভিন্ন হলে,
জড়িয়ে তোমায় বুকে আমার লজ্জা দেবো ভালে।

চাঁদনী রাতে চাঁদ কে কবো লাগবে না তার জ্যোতি,
বন্ধু আমার চাঁদের চেয়েও ছড়ায় রুপের দ্যূতি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো। প্রাঞ্জল প্রকাশ।ভালো থাকা হোক নিরন্তর।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৯

এস নবীন (সম্রাট) বলেছেন: কৃতজ্ঞতা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.