![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাস শৈশব থেকেই। কবিতা ও ছোট গল্প লিখতে ভালবাসি।নিজের মতামতের উপর আস্থা থাকলেও অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে পিছুপা হইনা ।
a. hlw
a. কাইফা হালুকা
b.আমি ভালো আছি, আপনি?
a. আপনার মতোই ভাল আছি, আপনার কোন বর্ষ চলে
b. ৪র্থ
a. বাহ আপনি তো বড় হয়ে গেছেন
b. শুধু বড় না, একেবারে বুড়ি
a. আপনাকে দেখে কি সেটা বুঝার উপায় আছে?
b. ভালো করে দেখলে হয়তো বুঝা যেতে পারে। এছাড়া মাথার চুল প্রমাণ। পেকে সাদা হয়ে গেছে, চলছে কেমন আপনার দিনকাল?
a. চুল পাকলেই কি বুড়ি হয়?
b. হয় না বুঝি? তবে যে সকলে বলে?
a. সকলে যা বলে তা আপনি কেন বিশ্বাস করবেন? আপনার মুখ দেখে তো মনে হয় এ্যাপলিকেন্ট
b. আর আমাকে সবাই প্রথম দেখলে বলে আমি কোন ক্লাসে পড়ি, কি যে বিরক্ত লাগে তখন
a. বিরক্ত লাগে? আর আমাকে বলে খালু
b. হাহাহা
a. হা হা হা
b. যাক, সেও ভালো। যারা বলে তাদের খালাকে ফ্রি ফ্রি পেয়ে যাওয়া, একপ্রকার উপরি পাওনা আর কি wink emoticon
আরে না ।
a. আমি আছি প্যাড়ার মধ্যে। এতদিন ক্যাম্পাসে কাটাইলাম। খালা তো খালা চেহারার গুনে একটা কাক পক্ষিও জুটে নাই। আর এখন বিদায় নেবো এমন বেলায় পথ আগলে দাড়াতে চাই পুচকে একটা মেয়ে । সেও অবশ্য তিন জনের খালা
a. বড়েই বিপদে আছি, বড়ই
b. বেশ, এমন বিপদকে তো সবাই কামনা করে, অসুবিধা কি?
a. বাচ্চা মেয়েটাকে বললাম । খুকি, তোমার বোধহয় ঘুম কম হচ্ছে ইদানিং। একটা ফ্রেশ ঘুম দিয়ে উঠে তারপর চিন্তা ভাবনা কইরো।
b. আহা! কি নির্দয়!
a. কামনা তো করাই যায়। কিন্তু তা সফল না করতে পারলে মিছেমিছি বাতাস দেয়ার কি দরকার? মেয়েটা মাত্র ফার্স্ট ইয়ার। ভ্রমের মধ্যে আছে। দুদিন পর ভ্রম কেটে গেলে আমাকে যে খালু বলবে না তার গ্যারান্টি কে দেবে?
b. সফলতা ত আর এমনি এমনি আসে না, ছিনিয়ে আনতে হয়। এক্ষুনি সফলতা যে আসবে না এটা ভেবে বসলে হবে কি করে!
b. আপনাকে খালু বলবার সুযোগ আপনি দিবেন কেন?
a. তবুও ভয় হয়্। চারপাশে যে পুরুষ নির্যাতনের চিত্র দেখছি। মেয়েরা এখন ছেলেদের থাপ্পর দেয় না শুধু দাবড়ানি ও দেয়।
এইসব যদি নাই থাকলো তবে প্রেম কইরা মজা কি!
a. ভালবাসা টা জমিয়ে রাখা ভাল। নিশ্চিত গন্তব্যের জন্য হাজার খরচা করা যায়। উদ্দেশ্যহীন গন্তব্য শুধু আক্ষেপ বাড়ায়
এটা ঠিক।
a. ওরে বাবা। মাইর তো মাইর তার উপর মাইয়া গো কাছ থেইকা? গেছি এবার
b. আগের কথাটা অনেক সুন্দর বলেছেন যে ভালোবাসা টা জমিয়ে রাখা ভালো............ সহমত
a. প্রেম করতে করতে চুড়ান্ত লক্ষে পৌছানোর পক্ষে আমি। প্রেম করে পরে চোখের জল আর মুখ ভরা দাড়ি নিয়ে বিয়ের পিড়িতে বসা এক প্রকার কাপুরুষতা। আমি ভাই এমনিই অনেক ভীতু। তারপর কাপুরুষ হয়ে গেলে মরেই যাবো।
b. আপনি অনেক সুন্দর করে কথা বলেন, ঘুমাবেন কখন?
a. হুমম,,,,সুন্দর কিনা জানি না। তবে মনের ভেতর থেকে যেটা বের হয়, তাই বলি। মিথ্যে কথা মন ভুলানোর ক্ষেত্রে ক্ষনিকের জন্য সহযোগী হলেও বিড়ম্বনার বিশাল ময়দান তৈরী করে। আর সত্য সভাবতই সুন্দর । আপনার কথাও কম না
a. ঘুমাতে হবে?বুলেই গেছি। এখন আর ঘুম আসবে না। অগত্যা বিছানাই গড়াগড়ি করার কোন মানে হয়না
b. আমিও মিথ্যার আশেপাশে নাই। ও আমার সয় না। জীবনে একবার মিথ্যে বলেছিলাম আব্বুকে তার ফল এখনো ভোগ করছি।
a. ফল টা নিশ্চয় মাকাল ফল ছিল?
b. বিষ ফল ছিলো
b. তাহলে এখন কি করবেন না ঘুমোলে?
a. ফেবু অথবা সামু এভাবেই চলে আমার দিন রাত। দিনের বেলা খবরের পেছনে ছুটাছুটি। রাতে সামু আর ফেবু। লেখালেখি ছাড়া কিছু ভাল লাগেনা। কারো সাথে খুব ভাল ভাবে মিশতে পারি না। সময় পায়না । তাই এদের সাথেই সময় কাটাই।
b. এখনো ফল ভোগের পার্শ্বপ্রতিক্রিয়া চলছে। কারো সাথে মিশতে পারেন না এটা অত্যন্ত বিরাট মানের মিথ্যা কথা
a. এখনো ফলের বিষ হজম করতে পারেন নাই? কি ফলরে বাবা? শুনুন- পার্শ্বপ্রতিক্রিয়া থাকবেই। সেটা ভেবে তো দাওয়ায় ছাড়লে চলবে না। মাঝ নদীতে যদি নৌকার হাল ভেঙে যায়, তবে নদীতে ঝাপ দিয়ে কোন লাভ নেই। বরং ভাঙা হালের অংশ ছুড়ে ফেলে নিজের হাতকে হাল বানান। দেখবেন সাতরে কুল পেয়ে গেছেন
b. সময় যে পান এটা ঠিকাছে
a. হুমমম, যা দেখি তাই লিখি। বদভ্যাস বলা যায়
a. আপনার হাসিটা সুন্দর। একটু দাড়ান। ভুল বলেছি। আপনার হাসি না। এই ইমো হাসিটা সুন্দর আপনার থেকেও
b. লেখক মানুষ আপনি। আমার তো লেখক দের খুব ভাল্লাগে। আমার ধারণা যারা খুব ভালো গাইতে পারে আর খুব ভালো লিখতে পারে তাদের মন অনেক সুন্দর হয়, তারা অনেক ভালো মানুষ হয়। এই ধরনের মানুষেরা অনেক কেয়ারিং হয় আর এরা কখনো অন্য মানুষকে কস্ট দিতে পারে না বা আঘাত করতে পারেনা
হু লেখক & গায়ক মানুষরা অনেক সফট হয় অবশ্য এটা আমার ধারণা
a. কেউ আঘাত পেরে পারে এই ভয়েই আজ পর্যন্ত খালু হয়ে আছি। দেখুন আমি দুটো জিনিস খুব মনে রাখি-
১. যত বড় অপরাধীই হোক না কেন বা শত্রু হোক না কেন কখনো কারো রিজিক নষ্ট হতে পারে এমন কাজ করি না। কারণ হয়তো যে আমার শত্রু বা যে লোকটি অপরাধী তাকে কষ্ট দিলে আমি তৃপ্ত হবো। কিন্তু তার রিজিকের উপর একটা পরিবার চলে। যে কারণে কারো রিজিক ন্ষ্ট করার মত কাজ করি না। প্রয়োজনে বিষয়টি না দেখার ভান করি।
২. কাউকে মানসিক ভাবে কষ্ট দেয়ার পক্ষে আমি মোটিই নেই। কারণ শারীরিক কষ্ট এক সময় সবাই ভুলে যায়। কিন্তু মানসিক কষ্ট কেউ কখনো ভুলে না। আর কাউকে কষ্ট দিলে নিজেকে সেই কষ্ট ভোগ করেই তবে পৃথিবী ছাড়তে হবে। এটা আমার বিশ্বাস
হুম আমিও এটা বিশ্বাস করি যে সবার সাথে যেমন আচরণ করবো নিজেও সবার কাছ থেকে তেমন রিটার্ন পাবো
কবিতার বই প্রকাশের ইচ্ছে আছে দোয়া করবেন
b. যাক গিয়ে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। অবশ্য আপনার সাথে যখনই কথা বলি তখনই ভালো লাগে। আর আপনি যা সুন্দর করে কথা বলেন!
b. আমার ঘুম পাচ্ছে। আমি এখন ঘুমোতে যাবো। আপনি ভালো থাকবেন। Take care goodnight
a. আপনাকেও । শুভ শেষ রাত্রি...................
©somewhere in net ltd.