![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাস শৈশব থেকেই। কবিতা ও ছোট গল্প লিখতে ভালবাসি।নিজের মতামতের উপর আস্থা থাকলেও অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে পিছুপা হইনা ।
তুমি ভুলে যাও সবকিছু।
নিশী জাগা আলাপনে প্রস্তাব দিলে প্রভাতে দেখাবে ছবি তোমার! শুধু ছবি নয়, মানে তোমার মুখখানি।
প্রথম শুনেই কেঁপে উঠি অজান্তে। ভীতু মন ভাবে এত কাছ থেকে তোমায় দেখবো কিভাবে?
এখন খুব কাছের জিনিসও চোখে ভাল দেখিনা।
ভয় হলো, নিজের অপারগতার ভয়ে যদি ফিরিয়ে দাও। তুমি ভাববে আমি মুখে এক আর অন্তরে এক!
তোমার সে প্রস্তাব আমার দু চোখের পাতা আলাদা রেখেছিল গোটা রাত।
আঁধারে নিজের অস্পষ্ট চেহারায় দেখেছিলাম সংকোচ আর অপরাধীর হিংস্র চিহ্ন।
তবুও আমি নিজেকে মানাতে ব্যর্থ হয়ে বিহান বেলায় ছুটে যায় তোমার আশে!
যেখানে বসতে বলেছিলে সেখানেই বসেছিলাম অনেকক্ষন। তারপর তুমি এলে আমার সাড়ে পাঁচ শ গজের সীমানায়।
ভেবেছিলাম আমি যেখানি বসে আছি, তুমি হয়তো সেখানেই আসবে।
সে ভাবনা ভুল হলো, তুমি জানালে একটু সরে গিয়ে সামনে দাড়াতে।
মনে হলো, রাতের কথা বলার পর তা নিয়ে তুমি হয়তো পরে আরো ভেবেছো। তাই পট পরিবর্তনের ছোঁয়ায় এঁকে দিলে বাঁধায় করা আমার সকাল।
বেশ একটা ধাক্কা খেলাম। অবুঝ আর বেহায়া মন একটু পৈশাচিক হয়েও শেষ অবধি আর পারেনি তার অগ্নি ছড়াতে।
তোমার মুখ, ওই হাসি, ওই থমকে থমকে পা ফেলে চলার নকশাঁ আমাকে বারবার পরাস্থ করে।
হার মেনে নিয়ে আবার ছুটে চলি সেই বিহান বেলার চিলেকোঠায়!
যেথায় দাড়িয়ে তোমার চোখের ভাষা পড়ার কথা ছিলো,
তোমার হাসির ছন্দে গাওয়ার কথা ছিলো,
তোমার বুকে বিশ্বাসের পাহাড় গড়ার কথা ছিলো, তা এক নিমিষেই ধ্বংস করে দেই আমি।
তোমার মুখের মায়া,
হাসির ছন্দ, চোখের নির্ভরতা আর তিলেতিলে গড়া বিশ্বাস হয়ে গেল নীল!
বিষাক্ত নীল! পশুত্বকে বরণ করে তোমার সব বিশ্বাস ভেঙে ফেলি পলকেই।
তুমি ভয় পাবে ভাবিনি, ভয় পাওয়ার মত হিংস্রতা আমি দিতে চাইনি।
হিংস্র, লালাঝরা, লোলূপ জানোয়ারের ব্যবহার কখনো করবো ভাবতেও পারিনি!
অপ্রস্তুত তোমার প্রস্থানের পর বুঝলাম, হিংস্রতা তোমার সাথে নয়।
হিংস্রতা সে তো আমার বিশ্বাসের সাথে, ভালবাসার সাথে, হাজার ভয়ে যে বুকে তুমি আশ্রয় চাও সে বুকের সাথে,
আমার স্বপ্নের সাথে।
হিংস্র এই বিভৎস মুখ নিয়ে তোমার সামনে দাড়ানোর সাহষ দেখানো হবে পেশাদারিত্বের নমূনা।
বিশ্বাস করো,,আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। নিজের বিশ্বাস, স্বপ্ন, ভালবাসা, হৃদয় যদি নিজের কাছেই নিরাপদ না থাকে,
তবে অন্যরা আমার কাছে নিরাপদ থাকবে তা নিয়ে সংশয়ে আছি।
আমার স্বপ্নকে আজ হারিয়ে ফেলেছি,
কারণ- অন্ততঃ তুমি তো জানলে আমিও একজন "পুরুষ"। যা হওয়ার ইচ্ছে কখনো ছিলো না।
মানুষের মত পুরুষ হতে চেয়েছিলাম, কাপুরুষ নয়! তবুও আজ মুুহুর্তের বাঁধভাঙা আবেগে আমিও
"আততায়ী হিংস্র পুরুষ"!!!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.