নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যভাষী সমালোচক

এস নবীন (সম্রাট)

লেখালেখির অভ্যাস শৈশব থেকেই। কবিতা ও ছোট গল্প লিখতে ভালবাসি।নিজের মতামতের উপর আস্থা থাকলেও অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে পিছুপা হইনা ।

এস নবীন (সম্রাট) › বিস্তারিত পোস্টঃ

সুপ্ত ভালবাসা

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩১

অবশেষে তুমি আসলে,
দাঁতে ঠোট চেপে মৃদু হাসলে।
নিমন্ত্রণ পাঠিয়ে দিলে বাতাসের বেঁগে,
অস্বস্তির ঘোর ভেঙে মন উঠে জেগে।

ভালবাসি বলোনি কখনো আমায়,
তবু জানি ভালবাসো মনে হয়।
যে ঘরে তোমার কাল ছিল যে আধাঁর,
সে ঘরেই আজ তুমি হয়েছো আমার।

টুকটুকে মায়াবী চোখের ভাষায়,
ভুলিয়েছো কখনো পায়ের খোঁচায়।
আড় চোখে দেখেছো মাঝে মাঝে হায়,
তাতেই তো ভালবাসা খেলা করে যায়।

এত কাছে কখনো যায়নি কারো,
আমাকে আটকাতে শুধু তুমিই পারো।
একে একে বেলা গেল উঠিবার তরে,
বিদায় চাইলে তুমি না যাবার স্বরে।

যেতে মন চাই না তবু করো জোর,
ভেবেছিলে আমি বুঝি আগলে দেবো দোর।
চলে যাবার বেলা পিছু ফিরে চাও,
সুপ্ত ভালবাসায় ডাক পাঠাও।

অবশেষে সব ভেঙে তোমার ছোঁয়ায়,
গতকালের সব ভুলে রঙ বিলায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.