নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যভাষী সমালোচক

এস নবীন (সম্রাট)

লেখালেখির অভ্যাস শৈশব থেকেই। কবিতা ও ছোট গল্প লিখতে ভালবাসি।নিজের মতামতের উপর আস্থা থাকলেও অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে পিছুপা হইনা ।

এস নবীন (সম্রাট) › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের স্বপ্ন

০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

বহুবার চেয়েছিলাম তুমি একবার বলো "তোমায় ভালবাসি"।
ঘুম পাড়িয়ে দেয়ার সময় যখন দেখলে আমি ঘুমিয়ে গেছি,
তখন মিনমিন করে একবার বলেছিলে "আই লাভ ইউ".
ঘুমের ভান করে সেদিন তোমার মুখ থেকে শুনা সেই প্রেম আমাকে এনে দিয়েছিলো একটি নির্ঘুম রাত।
কলিজ্বার মধ্যে মুচড়ে উঠেছিল। সে রাতের ঘুটঘুটে অন্ধকারেও দু চোখে ভেসে উঠেছিল রুপালী চাদের থালা ভরা আলো।
হেসেছিলাম সেদিন অজানা আনন্দে! তারপর থেকে নানা ভাবে চেষ্টা করেছি তোমার মনের ভাষার অনুবাদ ছাপিয়ে প্রকাশ করার জন্য।
পারিনি, পারতে চাইও নি। "ভালবাসি" শব্দটি আদায় করতে যে কৌশলেই তোমাকে প্রশ্ন করেছি,
তুমি তা মায়ার জালে জড়িয়ে এড়িয়ে গেছো।

এভাবে চলতে চলতে আর কখনো ওই কথাটি শুনতে পারবো মনে করিনি।
অবশেষে আজ! হ্যা আজ, যখন তুমি ওই নিষ্পাপ নেত্রজলের সুর-তরঙ্গের সাথে সুর মিশিয়ে বললে, "আমি তোমাকে ভালবাসি তো"! "তোমাকে ছাড়া থাকতে পারবো না"। তোমাকে আমার চাইইই....
কথাটি শুনে আতকে উঠিনাই, সুখের ঘোরে বেয়ে পড়া জলে নোনতা স্বাদ অনুভব করি রসনায়।
বিশ্বাস করো, এর থেকে আর কিছু চাই না আমি। তুমি যেখানেই থাকো, যে বাগানেরই মালী হও
অথবা যে কবি'র-ই কাব্য হও না কেন আমি শুধু তোমার ভালবাসা চেয়েছি।
অন্যকিছু নয়, তোমার বাগানের ফুল নয়, কাব্যের রস নয় কোন কিছু নয়। শুধু তোমার ভালাবাসা।

সে চাওয়া আজ পূর্ণ হলো! তবু একরাশ অনিশ্চয়তার মাঝেই অন্যের বিশ্বাস রক্ষার প্রতিশ্রুতিতে গাঁথা হলো প্রেম।
সাঁজা হলো মহাত্যাগী কোন এক মহা প্রেমিক।
তুমি কি জানো? আমি কিন্তু ভীষন স্বার্থপর। কোন দিন কোন কিছুতে নিজের ভাগ একচুল ছাড়িনি।
আজ ছাড়তে হলো, হয়তো আরো ছাড়তে হবে আমার ভাগ,
ছাড়তে রাজি তবু শুধু চাইবো আমার ছেড়ে দেয়া ভাগের অংশ যেন তোমার মুখে হাসি ফোঁটায়।

শুনছো?? আমার স্বপ্নের সেই দরজা হয়তো তুমি খুলবে না, ফিরতে দেরি হওয়ার কারণ হয়তো শুধবে না,
ব্যাগ-পকেট হাতড়ে দু-একটা চকলেট খুজবে না। তবুও আমার দরজা একজন খুলবে বাইরে থেকে,
ব্যাগ-পকেটে থাকা চকলেট গুলো বের করে দুহাতে মেলে ধরবো তোমায় আশায়।
আবার তোমার ভুমিকায় অভিনয় করে সেই চকলেট গুলো নিয়ে বলবো,,,,থ্যাংকিউ বাবু...মুহুর্তেই আবার নিজ চরিত্রে গিয়ে বলবো..ওয়েলকিউ সোনা....
এভাবেই নিজের সাথে নিজেই অভিনয় করে চালিয়ে নেবো আমার হাতে গোনা দিন, মাস, বছর।

তুমি যে কাঠের ঘরের বায়না করেছিলে! সেই কাঠের ঘরের দক্ষিণের জানালা কিন্তু খুলে রাখবো আজীবন,
সাদা রঙের ফিলফিলে পর্দাটা চাঁদের আলো আর বাতাসের মাখামাখি দেখে মনে হবে
তুমি বুঝি পরী হয়ে এসেছো আমার কাঠের ঘরে।
টিকটিকির টিকটিক শব্দে ঘোর কাটলে মনে পড়বে, তুমি তো এত রাতে জেঁগে নেই।
তোমার স্বপ্নের সারথী হয়তো তখন তোমার বুকে তালাশ করবে প্রজন্মের আবেদন।
প্রেম আর প্রত্যাশা পুরণের নেশায় তুমিও থাকবে বিভোর!
ভুলে যাবে আমায়, এ ঘরের দরজা খুলে দেয়ার প্রতিশ্রুতিও ভুল যাবে!
জুনিয়রকে তোমার পেছনে হয়তো আর লেলিয়ে দিতে পারবো না। স্বপ্নে কি সব করা যায়?? যায় না।

যখন সাঙ্গ হবে তোমার ভালবাসার দায়িত্ব!
তখন আমি থাকবো তোমার জন্য ভালবাসা পুষে রাখার দায়িত্ব নিয়ে।
দক্ষিণা জানালার দিকে হা করে একটি ডাকের আশায় চেয়ে রইবো তীক্ষ্ণ শ্রবণ শক্তি নিয়ে।
কখন তুমি বলবে, পাগল? এইইইই? কই তুমি??? আসো না বাবু......শীত লাগে তো !!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.