![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাস শৈশব থেকেই। কবিতা ও ছোট গল্প লিখতে ভালবাসি।নিজের মতামতের উপর আস্থা থাকলেও অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে পিছুপা হইনা ।
বৃষ্টি চাই
এক পশলা বৃষ্টির আদুরে আস্ফালন দেখতে চাই,
এলোমেলো বাতাসের ঝাপটায় বৃষ্টি হবে ফোয়ারা,
ছোট্ট ছাতার নীল ডানা মেতে উঠবে টাপুর-টুপুর আওয়াজে,
না ভেজার কৃত্রিম চেষ্টা হবে ম্লান,
আমি তুমি ও বৃষ্টি এক বৃন্তে গুছিয়ে নেবো স্নান।
উষ্ক-খুষ্ক কাক ভেজা চুলে ফিরবে ঘরে,
শীতল বাতাস তোমার বাইরে পরশ বুলিয়ে দিলেও
ভেতরে জ্বলবে অপ্রাপ্তির জ্বলন্ত পাবক।
কাছে যেতে চাইবে ফের, আবার
ভুল করে, ভুলে যাওয়ার ভান করে,
তুমি চাইবে চৃ্ৃৃ্লার পথ ভুল হয়ে যাক,
রাস্তা ভুলে যাক ইয়া বড় গোফওয়ালা চালক।
যেন সেই সুযোগে ক্লান্তির ঘোরে মাথা নুয়াতে পারো এই বুকে,
তোমার গরম নিঃশ্বাসে ফের ভারি হবে বক্ষ্য,
তবুও চাইবো ভুল করে আবার হোক ভিআইপি'র সম্মান।
©somewhere in net ltd.