নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যভাষী সমালোচক

এস নবীন (সম্রাট)

লেখালেখির অভ্যাস শৈশব থেকেই। কবিতা ও ছোট গল্প লিখতে ভালবাসি।নিজের মতামতের উপর আস্থা থাকলেও অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে পিছুপা হইনা ।

এস নবীন (সম্রাট) › বিস্তারিত পোস্টঃ

অনুরোধের কবিতা

১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৭

খুব কাছে গিয়ে হয়নি পাওয়া,
তবু তোর কাছে ফিরে ফিরে যাওয়া।
এক পলকে মন ভরে না,
অবুঝ মনের শত বায়না।
প্রতীক্ষার ওই প্রহর শেষে,
হারিয়ে যাবো ঠিক নিমেষে।

দেখবে তুমি খেয়াল করে,
মিশে আছি তোমার তরে।
সেই দিনের সব চিহ্ন গুলো,
দিন শেষে না ছিন্ন হলো।
রাখছি পুষে খুব যতনে,
চিহ্ন সবি মন মতনে।

একলা থাকা বেশ দুরুহ,
পড়ছে মনে সেই সমূহ।
সুবাস তোমার বদন মাখা,
আগলে দুরে যায়না রাখা।
চেষ্টা তবু হোক না প্রিয়,
একলা পথে সঙ্গে নিও।

কষ্ট পেলে ভার করে মন,
মায়া ছড়াও তাই সারাক্ষন।
বাউন্ডুলের এই সমাগম,
করলে তুমি সু-স্বাগতম।
এমন দরদ ছাড়বো না তাই,
রাখবো তুলে যত্নে মাথায়।

একটু করে বায়না ধরে,
সুর মিলিয়ে প্রেমের সুরে।
বলছো তুমি এই যে কবি,
আঁকাও আমার মনের ছবি।
যা ছিল মোর আজ সবি তা,
তোমায় দিলাম মন রাঙিয়ে "অনুরোধের এই কবিতা"।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.