![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাস শৈশব থেকেই। কবিতা ও ছোট গল্প লিখতে ভালবাসি।নিজের মতামতের উপর আস্থা থাকলেও অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে পিছুপা হইনা ।
উদার হবো, কূয়ো থেকে বের হয়ে সাগরের বুকে দেবো চিত সাঁতার!
নীল ঝরা ঠাঠা রোদে নোনা জ্বলে নেবো চিনচিনে ব্যথা। হাত পা ছেড়ে ঝাপাঝাপি হবে নীরব!
জাহাজের কালো তেল জ্বালানোর নেশায় দুহাতে কুড়াবো।
কূলে এসে তপ্ত বালুর বুকে মুখ লুকিয়ে কাঁদবো। কেঁপে কেঁপে, হো হো করে কাঁদবো।
গনগনে তাপে ঝলসে গেলে মুখ খুজে পাবো এক পশলা তৃপ্তি।
বুকের ডান পাশের বহিঃআবরণে হয়তো ততদিনে মরচে ধরে যাবে।
তবু ভেতরের আস্তরনে তা শুধুই জ্বলবে সমহিমায়। হয়তো পচন ধরবে ঠিক ওইখানে, তবু চাইবো না কোন নিরাময়।
পঁচে যাক, গলে যাক, অবশিষ্ট যা ছিল সেটাও গন্ধ ছড়াবে জানি।
মানুষ পঁচা বিশ্রী গন্ধ পাশ কাটিয়ে তুমি গেঁথে চলো পুষ্পকূন্ডলী।
গন্ধ যদি বিলীন হয় যুগের সমাপ্তিতে। চাইবো, তুমি এক জোড়া পাপড়ী আনবে গন্ধবিলুপ্তির পরে।
রেখে দিও জীর্ণ ভাঙা সমতল কক্ষের ঠিক ডান পাশে।
তখনো আমার ডান পাশে তুমি রবে, থাকতে হবেই অদৃশ্য হয়ে।
শর্ত একটাই, কাঁদবে না তুমি, ঠোট ফুলাবে না।
তবে যে ডান পাশে ফের টান লাগবে!!!!!
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৭
এস নবীন (সম্রাট) বলেছেন: ধন্যবাদ নিবেন
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:১০
বিজন রয় বলেছেন: অনেক ভাল লিখেছেন।
+++++