নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যভাষী সমালোচক

এস নবীন (সম্রাট)

লেখালেখির অভ্যাস শৈশব থেকেই। কবিতা ও ছোট গল্প লিখতে ভালবাসি।নিজের মতামতের উপর আস্থা থাকলেও অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে পিছুপা হইনা ।

এস নবীন (সম্রাট) › বিস্তারিত পোস্টঃ

ডাকাত ছেলের জনক

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:১১

আমি একটু কমই বুঝি
তবু এটা বুঝি হলো কিছু লুট।
যু্ক্তির ভিড়ে তর্ক কমই খুজি
লাত্থি মারি সামনে আসলে ঝুট।

কৃষক মজুর মেহনতির ঘাম ঝরানো আয়
জমা হয়ে গড়ে বিশাল ব্যালেন্স লুটেপুটে কে খায়?
দুর পরবাসে অনাহারে কাঁদে আমার যত ভাই
রক্ত বেচা টাকা খোঁয়া গেল তাই মরছি যন্ত্রনায়।

বড় বাবু সব এক ক্লি্কেই হচ্ছে মিলিয়নিয়ার
সব যদি এভাবে হারায় দেশটা পাবে কি আর?
চুরির দায় করতে মোচন সাহেব ছাড়বে চেয়ার
এভাবেই চোর পুলিশে চলবে ভেল বাজার?

ভাই রে আমার লাভ নেই আর এত বড় সেঁজে
ডাল শাক দিয়ে ভাত খেতে চাই কি হবে মাছ ভেঁজে?
তোরা তো সব সাহেবজাদা ধরবে তোদের কে যে
সারা বাংলায় ডাক পাঠালাম আন সে নায়ক খুঁজে।

যার থাপ্পড়ে ওই উঠবে কেঁপে দুষ্কৃতিদের টনক
হোক না সে জন মুটে কিংবা ডাকাত ছেলের জনক।
সে প্রত্যাশায় প্রহর গুনি বন্ধ চোখের পলক
হুংকারে তার জাগবে মাটি ফুটবে নব ঝলক।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪২

জন সোহেল বলেছেন: লেখাটা সম-সাময়িক ও নৈতিকভাবে সমর্থনযোগ্য। চালিয়ে যান। আপনার সকল ভাল কাজের সাথে আছি।

১৬ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪৯

এস নবীন (সম্রাট) বলেছেন: কৃতার্থ হইলাম

২| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫

জন সোহেল বলেছেন: :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.