নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যভাষী সমালোচক

এস নবীন (সম্রাট)

লেখালেখির অভ্যাস শৈশব থেকেই। কবিতা ও ছোট গল্প লিখতে ভালবাসি।নিজের মতামতের উপর আস্থা থাকলেও অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে পিছুপা হইনা ।

এস নবীন (সম্রাট) › বিস্তারিত পোস্টঃ

কষ্ট কার?

১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৩

সাত সকালে কথা বলার আর ইস্যূ না পেয়ে প্রজাপতি গান শোনালো!
আড়মোড়া ভেঁঙে চোখ কচলাতে কচলাতে সাভাবিক হই।
গান শুনবো বলে সে কি তাড়াহুড়ো,
বুকের ভেতরে কেঁপে কেঁপে হৃদপিন্ড জানিয়ে দিয়েছিলো আমার অপারগতার নীল নকশাঁ।
তোমায় দেখবো বলে মাথায় ঝিমঝিমে ব্যথা নিয়েও কাল একঝুড়ি কাপড় ধঁয়েছি,
রেকর্ড ভেঙে গতরাতে মরার মত ঘুমিয়েছি,
যেন তোমরা সামনে গিয়ে মুখটা আমার মলিন না দেখায়!
কপালের কালো ভাঁজ যেন মুছে যায় তোমার দর্শনে।

কি মনে করো আমায়?
একটু অবোধ, অবুঝ অথবা আবেগী?
হ্যাঁ, আমি অবোধ, আমি অবুঝ শুধু তোমার কাছে,
আর সারা পৃথিবী? সারা পৃথিবী জানে আমি আমড়া কাঁঠের ঢেঁকি!
আসলেই আমাকে দিয়ে কিছু হবে না, কিচ্ছুটি না।
তোমার মুখটা হাতে নিয়ে দেখা,
চোখের তারায় নিজের মুখখানি খুজে ফেরা,
আর ভালবাসায় মোড়ানো চটাং চটাং বকুনী শুনতে চাওয়ায় যদি আমি কষ্ট পাই, তো পাইলাম।
কষ্টই পাইলাম। তুমি তো বুঝলে যে আমি কষ্ট পাইলাম।
তবুও জানতে চাই মন....অবোধ, অবুঝ মন....

প্রকৃতই...কষ্ট কার?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪১

বিজন রয় বলেছেন: কষ্ট সকলের।

ভাল কবিতা।
++++

১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৬

এস নবীন (সম্রাট) বলেছেন: জোর হুকুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.