![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাস শৈশব থেকেই। কবিতা ও ছোট গল্প লিখতে ভালবাসি।নিজের মতামতের উপর আস্থা থাকলেও অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে পিছুপা হইনা ।
কোথায় তুই?
বৃষ্টির নুপুর পায়ে চলে যায় নন্দীবালা,
চোখের পলকে মিশে যায় লোক সমাগমে।
টের পেলাম সে তো বৃষ্টি ভেঁজা পাখি,
থেমে গেলে বৃষ্টির গান উড়ে যাবে সে দুরান্তে।
কোথায় তুই?
বৃষ্টির ঝাপটায় আধো ছোঁয়া মুখখানি দেখবো বলে,
কাক ভেজা আমি ঠাই দাড়িয়ে অবুঝ মনের ছলে।
আর কত দেরি তুই বল,
মুছে যাওয়া ধূঁলোর গন্ধে মিশিয়ে দেবো তোরে,
পাতা বেঁয়ে টুপটুপ ঝরা জলের সুরে আজ তোরে গান শোনাবো।
কোথায় তুই?
পাগল বলে থাকিস না আর দুরে,
বৃষ্টি জমিয়ে আইসক্রীম বানিয়ে তোরে দেবো,
তবুও একবার এসে মুছে দে এ মনের বৃষ্টির জল!
১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৩
এস নবীন (সম্রাট) বলেছেন: ক্রিয়াশীল থাক ভাই আপনার ভাললাগা। অনেক কৃতজ্ঞতা নিবেন
২| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার কাব্য পড়ে মুগ্ধ হলাম মুগ্ধতা রেখে গেলাম।
১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭
এস নবীন (সম্রাট) বলেছেন: মুগ্ধ হইলাম ফের। ধন্যবাদ নিবেন
৩| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭
নীলপরি বলেছেন: বা্হ , খুব সুন্দর কবিতা ।
১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৮
এস নবীন (সম্রাট) বলেছেন: কৃতজ্ঞতা ছাড়া কিছুই দেবার নেই। সেটাই নিবেন
৪| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭
নুর আমিন লেবু বলেছেন: খুব সুম্দর হয়েছে কবিতাটি।।
৫| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৫
উল্টা দূরবীন বলেছেন: সুন্দর এবং শেষের দিকে কিছুটা ছেলেমানুষি। ভালো লাগলো।
৬| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শেষটা ভালো লাগে নি। প্রথম দুপ্যারা চলনসই।
কিছু টাইপো আছে।
৭| ১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
বিজন রয় বলেছেন: বৃষ্টিতে।
সুন্দর কবিতা।
++++
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৫
রানার ব্লগ বলেছেন: বাহ এক মুঠ ভালোলাগা কাজ করছে।