![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাস শৈশব থেকেই। কবিতা ও ছোট গল্প লিখতে ভালবাসি।নিজের মতামতের উপর আস্থা থাকলেও অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে পিছুপা হইনা ।
ঝরা পাতার শব্দে শুনি পদধ্বনি
লু হাওয়ায় ভেসে যাওয়া নিঃশ্বাসের শব্দে কান পেতে আছি,
এই বুঝি ডাক আসলো ফিরে যাওয়ার।
টলমলে জলের পাড় ছোয়ার আকুতি দেখি,
নীড়হারা পাখির ডানায় রঙের যে আল্পনা,
সেথায় এঁকে চলি অদেখা স্বপ্নের ছবি।
কোকিলের কুহু ডাকে ঘোর কাটে,
আতকে উঠি সম্মূখে চেয়ে।
পুড়ে যাওয়া অঙ্গার মনে আজ শুভ্রতার আভা,
শত পোড়া রঙ মুছে পারবে কি নব রঙে রাঙাতে,
তার ভিন্নতায় বাকি যা আছে সেও বিলীন হবে নিশ্চিত।
হারিয়ে যাবো, হারিয়ে যাবে স্বপ্ন
পারবে তো সব সয়ে ফের দেখাতে ওই বুকের কালো দাগ?
২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৮
এস নবীন (সম্রাট) বলেছেন: ফিরে যাওয়া বলতে, ঘর ছেড়ে বাইরে আসার পর কারো জন্য ঘরে ফেরা কে বুঝানো হয়েছে। আর ওই বুকে কালো দাগ সেটা না হয় অজানায় থাক
২| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে
২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৯
এস নবীন (সম্রাট) বলেছেন: ধন্যবাদ নিবেন
৩| ২২ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
মাহবুবুল আজাদ বলেছেন: খুবই ভাল লাগল।
২৫ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৫
এস নবীন (সম্রাট) বলেছেন: ধন্যবাদ রইল
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮
বিজন রয় বলেছেন: ভাল লাগল কবিতা।
++++
এই বুঝি ডাক আসলো ফিরে যাওয়ার।..... কোথায় ফিরে যাওয়ার ডাক আসলো? কবিতা কি বলতে চেয়েছেন?
পারবে তো সব সয়ে ফের দেখাতে ওই বুকের কালো দাগ?... এখানে কি?