![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাস শৈশব থেকেই। কবিতা ও ছোট গল্প লিখতে ভালবাসি।নিজের মতামতের উপর আস্থা থাকলেও অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে পিছুপা হইনা ।
কুহুডাকে আড়মোড়া ছাড়ে গানের সঞ্চারী,
করুণার সুরে বিদীর্ণ, বিবর্ণ এ পরাণ।
যন্ত্রের হাকডাক আর নভোঃ ভাঙা কর্কশ চিৎকারে মিলিয়ে যায় নিশাচর!
দূূর থেকে ভেঁসে আসা বাতাসের অার্তনাদে ভারি হয় বুক,
নীলাভ রঙে বেদনার নয়নজোড়া কৃষ্ণ বর্ণে বিলীণ।
তবু ঘুরে ঘুরে ঘুম ভাঙানিয়া গানের মূর্ছণা এঁকে চলে প্রজাপতি।
রঙিন ডানায় সওয়ার হয়ে প্রজাপতি ফিরে আসে মরু প্রান্তরে।
কুহুডাক, কর্কশ চিৎকার আর যত বিবর্ণ স্বপ্ন সব আজ প্রজাপতির।
ওহে প্রজাপতি, কিনে নাও এ ফেরিওয়ালাকে
অথবা করে নাও বরণ,
হোক না ব্যথা ওই সুখের ব্যথার মতন!!!
©somewhere in net ltd.