![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাস শৈশব থেকেই। কবিতা ও ছোট গল্প লিখতে ভালবাসি।নিজের মতামতের উপর আস্থা থাকলেও অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে পিছুপা হইনা ।
আকস্মিক স্পর্শের স্বাধ বেশ ঘন।
হতচকিত হই, বিমূঢ় হই। তবু এক চিলতে হাসি ফুটিয়ে পথচলি সঙ্গী হয়ে।
তপ্ত বালু, ছড়ানো ছেটানো ঘাঁসের থোবড়া বিমোহিত করে তারে।
দিকবিদিক ছুটোছুটি শেষে ফিরে আসো এ তটে,
কখনো স্পর্শ এঁকে দাও আড়ালে মুখ লুকিয়ে।
কলকল তরঙ্গে মন ভাসিয়ে দেবার কালে,
জাপটে ধরো বাহুজোড়া বেশ শক্ত করে,
আহ! কি ভক্তি তাতে কি নির্ভরতার ছায়া সে আলিঙ্গনে।
দিনভর নিশ্বাসের ঢেউ গুনে গোধূলী বেলা ঘরে ফেরা,
অঙ্গহানির ব্যথার মত যন্ত্রনা তখন দুই পাজড়ে।
তবে আশা ছিল পরের প্রভাতেই হবে দর্শন,
ভুলে যাবো শরীর ছেঁড়ার যন্ত্রনা, তা বোধহয় আর হবে না,
হবে না ভুলে থাকা ব্যথার চিহ্ন সব।
বরং নীল কষ্ট বাড়ছে, বাড়বে দিনকে দিন,
এক চিলতে হাসি ফুটিয়ে এ নয়ন ভরিয়ে দিতে সময়ের বড় অভাব আজ।
হয়তো আমি ব্যস্ত বেশি, নয়তো সে জন বেশ অভাবী।
সময়ের আকাশ সম অভাব নিয়ে পথ চেয়ে রইবো,
ফিরবে তো?
নাকি বলবে.....সময় কই?
০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১১
এস নবীন (সম্রাট) বলেছেন: আশির্বাদ প্রত্যাশী, কৃতজ্ঞতা রইল
২| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৭
বিজন রয় বলেছেন: অত্যন্ত সুন্দর।
খুব ভাল লাগল।
+++++
০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২
এস নবীন (সম্রাট) বলেছেন: আপনার মন্তব্যের জন্য প্রতীক্ষায় থাকি সম্মানীয়। কৃতজ্ঞতা নিবেন
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৪
বার্তা বাহক বলেছেন: চমৎকার! ভালো লিখেছেন কবি।