নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যভাষী সমালোচক

এস নবীন (সম্রাট)

লেখালেখির অভ্যাস শৈশব থেকেই। কবিতা ও ছোট গল্প লিখতে ভালবাসি।নিজের মতামতের উপর আস্থা থাকলেও অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে পিছুপা হইনা ।

এস নবীন (সম্রাট) › বিস্তারিত পোস্টঃ

বেশ পাল্টে গেছি

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩১

বেশ পাল্টে গেছি,
উল্টো পথে ধেঁয়ে ফের ঘুরে আসি না।
ভাবতে পারো আগের মত ভালবাসি না।
বেশ পাল্টে গেছি,
উদগ্রীব হওয়ার সময় এখন বড্ড কম,
ছাউনিতে দাড়িয়ে পথ পাহারার সময় আর নেই।
বেশ পাল্টে গেছি,
স্পর্শের টানে লোকের ভীড় ঠেলে আর যাওয়া হয়না,
ওসব এখন ভুলতে বসেছি।
দেখা না দেখার অনুভূতি?
সে তো কমছে জেট ইঞ্জিনের গতিতে।

বেশ পাল্টে গেছি,
মায়া ভরা নীচু স্বরে কথা বলতে গিয়ে এখন গলাটা ধরে আসে।
তোমার উপর কর্তৃত্বের ছড়ি ঘোরানোর অভ্যেস দিনকে দিন বেড়ে চলেছে,
আধো চাঁদের আলো ছায়ায় তোমার সাথে মিষ্টি কথা বলার সময় কই?
সে তো অনেক আগেই সাগর জলে ভাসিয়ে দিয়েছি।

বেশ পাল্টে গেছি,
নিয়তির কলে হাত বাঁধা অবলা হয়েও তুমি টিকে আছো এ হৃদয়ে,
আছো শত রাস্তার বাঁকে ছবি হয়ে কারো অপেক্ষার উপহার হয়ে।
হাটছো তুমি একই পথে নিত্যদিন, একাকী একই দমে।
আমার নেশায় পিছে ফিরো না,, সত্যি বলছি ফিরে কিছু পাবেনা,
এ হৃদয় এখন গড়াগড়ি খায় ধুলোয়, ডুব দেয় অথই জলে।
এ হৃদয় এখন বৃষ্টিতে ভেঁজে ইচ্ছেমত,
তোমার বারণ শোনার কারণ এখন অধরা! তাই, ফিরে যাও নীড়ে,
আপন নীড়ে, যেথায় তোমার পথ চেয়ে আছে বিত্ত-বৈভব!
আমার কাছে ছেঁড়া কাঁথা ছাড়া আর কিছুই নেই।

তাই ফিরে যাও, কৃত্রিম সুখের তরে।
আশিষ রইলো, তোমার আগামী হবে তোমার মত।
চিন্তার কোন ছোঁয়া থাকবে না সে ঘরে,
থাকবে অঢেল প্রতিপত্তি আর বিলাসিতার আলিঙ্গন।
হয়তো সেথায় থাকবে না একটু "সময়"।
তবে তোমার যদি সময় দরকার হয়, শুধুই একটু "সময়" দরকার হয়!
আসতে পারো এ ছেঁড়া কাঁথার বিছানায়,
আমার কাছে অনেক 'সময়' আছে,
যা তিলেতিলে জমিয়েছি তোমার জন্য।
তবুও বলি....... আরেকটু ভেবে দেখো...

আমি বেশ পাল্টে গেছি।।।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.