![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাস শৈশব থেকেই। কবিতা ও ছোট গল্প লিখতে ভালবাসি।নিজের মতামতের উপর আস্থা থাকলেও অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে পিছুপা হইনা ।
অভ্যাস ছিল অগোছালো,
নির্ঘুম রাতে একাকী গান শুনা।
উদ্ভ্রান্তের মত ছিল প্রতিটি আগামীকাল।
হঠাৎ সব পাল্টে গেল,
অগোছালো জীবন মেতে উঠলো পরিপাটি হবার নেশায়।
নির্ঘুম রাত খুজে পেল স্বপ্নের সিড়ি,
দু চোখ জুড়ে নেমে এলো ঘুমের আবরণ।
কবিতার লাইন পড়ে শুনানোর ছলে জেগে রই অহরহ,
স্বপ্ন দেখি আগামীকাল হবে রঙের মত।
কিছু কথা, কিছু পলক, কিছু প্রতিশ্রুতির বেড়াজালে ঢেকে যাবে নতুন প্রতিটি দিন।
এভাবে চলতে চলতে, ভাবতে ভাবতে ভুলেই গিয়েছি আমি অন্যজাতের।
ওসব আগামীকাল টাল আমার ভাল হবে না, আবার হতেও পারে!
যখনই সব পাল্টে নতুন হলাম আমি,
তখনই বিপত্তি বাঁধালো সময়।
যেটা আমার ছিল না আগে,
এখন আছে অঢেল সময় এই হাতে,
কিন্তু হয়তো সেটা অন্যকারো বদলি ছিল!
না হলে কেন গুটিয়ে নেবে লাটাই,
উড়িয়ে আমার ঘুড়ি ওই স্বপ্নীল আকাশে।
বাস্তবতার সাথে আমার যত অভিমান,
তবু সময় পেলে শুনতে এসো ভাঙা গলায় আমার গান,
অথবা শুনিয়ে যেও গল্প প্রত্যাবর্তনের শুরুর গল্প,
আমি না হয় ফের গুছিয়ে নেবো "অগোছালো জীবন"।।।।
১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০২
এস নবীন (সম্রাট) বলেছেন: ধন্যবাদ নিবেন
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৪
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: নির্ঘুম রাত খুজে পেল স্বপ্নের সিড়ি,
দু চোখ জুড়ে নেমে এলো ঘুমের আবরণ।
কবিতার লাইন পড়ে শুনানোর ছলে জেগে রই অহরহ,
স্বপ্ন দেখি আগামীকাল হবে রঙের মত।
খুব ভাল লাগল।