![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামঃ মাহমুদুল হাসান মাদ্রাসায় পড়ি, খুবই সাদা-মাটা জীবন যাপন আমার। লিখতে খুব ভালোবাসি তাই লিখি।
সকল পাঠক ভাইদের দৃষ্টি আকর্ষন করছি যে
আমি এতদিন যাবৎ মারাত্নক একটি ভুলের মধ্যে ছিলাম আর তা হলো আমি অন্য সকল আলেমদের মত নিজেও ডাঃ জাকির নায়েকের কড়া সমালোচনা করতাম ৷
আমিও বলতাম ডাঃ জাকির নায়েক ভন্ড,ইয়াহুদীদের দালাল,এমনকি কাফের বলতেও দ্বিধা করিনি ৷
আলহামদুলিল্লাহ আল্লাহ তা'আলা আমাকে সঠিক ব্যাপারটি বুঝার তাওফিক দান করেছেন ৷
সর্বপ্রথম যিনি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত তিনি হলেন আমার সম্মানিত শ্রদ্ধাভাজন জনাব “ইসহাক খাঁন" যার বই পড়ে আমি জাকির নায়েক সম্পর্কে সঠিক জ্ঞান অনুধাবন করতে পেরেছি ৷
আমি প্রথমে বইটি পড়ে ওনাকে মনে-মনে গালিই দিচ্ছিলাম,
কিন্ত যখন কষ্ট করে পুরোটা পড়ে শেষ করলাম এবং বইতে দেওয়া তথ্য পর্যবেক্ষন করলাম দেখলাম সবই ঠিকঠাক ও সত্য ৷
অতঃপর আল্লাহর দরবারে তওবা করলাম ও শুকরীয়াতান দু'রাকাত নামায পড়লাম ৷
এখন প্রশ্ন হতে পারে কি এমন ভুল ছিল আমার যে তাওবা করতে হল ?
আসলে বইটি পড়ে স্পষ্টভাবে জানতে পারলাম জাকির নায়েক একজন ভালো মানুষ ও প্রকৃত মুসলমান তখনই ভাবলাম আমিতো ওনাকে বহুবার কাফের বলেছি,গোমরাহ বলেছি,ইয়াহুদী-খৃষ্টানদের দালাল বলেছি ৷
আর ইসলামী শরীয়াত অনুযায়ী কোনো মুসলমানকে কাফের বললে নিজের উপর তা বর্তায়,
অর্থাৎ যে কাফের বলবে সে নিজেই কাফের হয়ে যাবে ৷
সকলের প্রতি অনুরোধ থাকলো আপনারা বইটি পড়বেন ও অন্যকে পড়তে সহযোগীতা করবেন !
বইটি এখন বাজারে পাওয়া যাচ্ছে ছোট্ট কলেবরেঃ
নামঃ-ডাঃ জাকির নায়েক ও আমরা ৷
লেখকঃ-ক্বওমী অঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী মাওঃ ইসহাক খাঁন ৷
বিঃদ্রঃ-যারা এন্ডয়েড মোবাইল অথবা কম্পিউটার ইউজ করেন তাদের সুবিধার্থে pdf ফাইল লিঙ্ক দিলাম ডাউনলোড করে পড়তে পারবেন ৷
পি.ডি.এফ ফাইল ডাউনলোড করুন
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫
প্রবাসী দেশী বলেছেন: যখন আমি উপলব্ধি করি ঈশ্বর সকল কেই সমান ভাবে সৃষ্ট করেছেন তখন আমি বুঝি যে তাদের চিন্তা গুলিও মূল্যবান এ জন্য আমি তাদের কে শুনি।
- সংগৃহীত
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২
nobodhonyicf বলেছেন:
ধন্যবাদ সম্মানিত ব্লগার ভাইদের আমার পোষ্টটি পড়ার জন্য ৷
ধন্যবাদ “প্রবাসী দেশী" ও “রাজ বিদ" কে ৷
পিডিএফ ডাউনলোড সমস্যা হলে জানাবেন ৷
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬
জনম দাসী বলেছেন: আলহামদুল্লিলাহ। আল্লাহ আপনার দু দুনিয়াতেই মঙ্গল করুন। আমিন।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:১৫
nobodhonyicf বলেছেন: ধন্যবাদ “জনম দাসী"কে পোষ্টটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য ৷
পিডিএফ ডাউনলোড সমস্যা হলে এখান থেকে ডাউনলোড করুনডাউনলোড করুন
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৭
অতঃপর শুভ্র বলেছেন: কয়লা ধুইলে ময়লা যায়না
৭| ০৯ ই জুন, ২০১৬ রাত ৮:৫৯
কালনী নদী বলেছেন: কাউকে নিয়ে নীতিবাচক কিছু ভাবাটা ঠিক না, আপনার চিন্তার পরিবর্তন প্রশংসনীয় ভাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮
রাজ বিদ বলেছেন: পড়ার চেষ্টা করব।আপনার চিন্তাধারার ইতিবাচক পরিবর্তন দেখে ভাল লাগলো...