নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহমুদুল হাসান খাঁন-এর বাংলা ব্লগ

nobodhonyicf

নামঃ মাহমুদুল হাসান মাদ্রাসায় পড়ি, খুবই সাদা-মাটা জীবন যাপন আমার। লিখতে খুব ভালোবাসি তাই লিখি।

nobodhonyicf › বিস্তারিত পোস্টঃ

ডাঃ জাকির নায়েক ও আমরা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

সকল পাঠক ভাইদের দৃষ্টি আকর্ষন করছি যে
আমি এতদিন যাবৎ মারাত্নক একটি ভুলের মধ্যে ছিলাম আর তা হলো আমি অন্য সকল আলেমদের মত নিজেও ডাঃ জাকির নায়েকের কড়া সমালোচনা করতাম ৷
আমিও বলতাম ডাঃ জাকির নায়েক ভন্ড,ইয়াহুদীদের দালাল,এমনকি কাফের বলতেও দ্বিধা করিনি ৷

আলহামদুলিল্লাহ আল্লাহ তা'আলা আমাকে সঠিক ব্যাপারটি বুঝার তাওফিক দান করেছেন ৷

সর্বপ্রথম যিনি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত তিনি হলেন আমার সম্মানিত শ্রদ্ধাভাজন জনাব “ইসহাক খাঁন" যার বই পড়ে আমি জাকির নায়েক সম্পর্কে সঠিক জ্ঞান অনুধাবন করতে পেরেছি ৷

আমি প্রথমে বইটি পড়ে ওনাকে মনে-মনে গালিই দিচ্ছিলাম,
কিন্ত যখন কষ্ট করে পুরোটা পড়ে শেষ করলাম এবং বইতে দেওয়া তথ্য পর্যবেক্ষন করলাম দেখলাম সবই ঠিকঠাক ও সত্য ৷

অতঃপর আল্লাহর দরবারে তওবা করলাম ও শুকরীয়াতান দু'রাকাত নামায পড়লাম ৷
এখন প্রশ্ন হতে পারে কি এমন ভুল ছিল আমার যে তাওবা করতে হল ?
আসলে বইটি পড়ে স্পষ্টভাবে জানতে পারলাম জাকির নায়েক একজন ভালো মানুষ ও প্রকৃত মুসলমান তখনই ভাবলাম আমিতো ওনাকে বহুবার কাফের বলেছি,গোমরাহ বলেছি,ইয়াহুদী-খৃষ্টানদের দালাল বলেছি ৷

আর ইসলামী শরীয়াত অনুযায়ী কোনো মুসলমানকে কাফের বললে নিজের উপর তা বর্তায়,
অর্থাৎ যে কাফের বলবে সে নিজেই কাফের হয়ে যাবে ৷

সকলের প্রতি অনুরোধ থাকলো আপনারা বইটি পড়বেন ও অন্যকে পড়তে সহযোগীতা করবেন !

বইটি এখন বাজারে পাওয়া যাচ্ছে ছোট্ট কলেবরেঃ
নামঃ-ডাঃ জাকির নায়েক ও আমরা ৷
লেখকঃ-ক্বওমী অঙ্গনে আলোড়ন সৃষ্টিকারী মাওঃ ইসহাক খাঁন ৷

বিঃদ্রঃ-যারা এন্ডয়েড মোবাইল অথবা কম্পিউটার ইউজ করেন তাদের সুবিধার্থে pdf ফাইল লিঙ্ক দিলাম ডাউনলোড করে পড়তে পারবেন ৷

পি.ডি.এফ ফাইল ডাউনলোড করুন

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

রাজ বিদ বলেছেন: পড়ার চেষ্টা করব।আপনার চিন্তাধারার ইতিবাচক পরিবর্তন দেখে ভাল লাগলো...

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৫

প্রবাসী দেশী বলেছেন: যখন আমি উপলব্ধি করি ঈশ্বর সকল কেই সমান ভাবে সৃষ্ট করেছেন তখন আমি বুঝি যে তাদের চিন্তা গুলিও মূল্যবান এ জন্য আমি তাদের কে শুনি।
- সংগৃহীত

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

nobodhonyicf বলেছেন:

ধন্যবাদ সম্মানিত ব্লগার ভাইদের আমার পোষ্টটি পড়ার জন্য ৷
ধন্যবাদ “প্রবাসী দেশী" ও “রাজ বিদ" কে ৷

পিডিএফ ডাউনলোড সমস্যা হলে জানাবেন ৷

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬

জনম দাসী বলেছেন: আলহামদুল্লিলাহ। আল্লাহ আপনার দু দুনিয়াতেই মঙ্গল করুন। আমিন।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:১৫

nobodhonyicf বলেছেন: ধন্যবাদ “জনম দাসী"কে পোষ্টটি পড়ার জন্য ও মন্তব্য করার জন্য ৷
পিডিএফ ডাউনলোড সমস্যা হলে এখান থেকে ডাউনলোড করুনডাউনলোড করুন

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২৭

অতঃপর শুভ্র বলেছেন: কয়লা ধুইলে ময়লা যায়না

৭| ০৯ ই জুন, ২০১৬ রাত ৮:৫৯

কালনী নদী বলেছেন: কাউকে নিয়ে নীতিবাচক কিছু ভাবাটা ঠিক না, আপনার চিন্তার পরিবর্তন প্রশংসনীয় ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.