| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নগর বালক
এমন ছেলে কোথায় পাবে যেমনটা এই আমি হীরার টুকরা ছেলে তো নই হীরার চেয়েও দামী
আশায় আছি কারেন্ট যাবে
এইতো খানিক বাদে
কারেন্ট গেলেই জানলা মেয়ে
ঘুরতে আসে ছাদে ।
২৫ শে মে, ২০১৪ রাত ৮:৪০
নগর বালক বলেছেন: আবার ধন্যবাদ ।
২|
২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:১২
শায়মা বলেছেন: আইপি এস কি নেই কি ওদের
নেইকি চার্জার বাতি?
মেয়েটা কি এমনি আসে?
নাকি মাথায় দিয়ে ছাতি!!!
২৫ শে মে, ২০১৪ রাত ৮:৪৫
নগর বালক বলেছেন: বালিকা বোধহয় লুকিয়ে দেখে
জানালা ফর্দা ফাঁকে
একটু খানিক চোখাচোখির
আশাতো তার থাকে !
৩|
২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:১৯
শায়মা বলেছেন: দুপুর বেলা কারেন্ট গেলে
বিফল তোমার হোপ
কাঠ ফাটা ঐ রোদের ভেতর
করবে না সে কোপ।
তার চে বরং ভালোই হবে
বিকেল সন্ধ্যা সাজে
লোডশেডিং এর ঘন্টা
শুধু তখন যদি বাজে।
ঝিরঝিরে ঐ সাঝের বাতাস
মনটা উড়ুউড়ু
মেয়ে ঘোরে ছাদের পরে
হৃদয় পুড়ুপুড়ু!!!!![]()
২৫ শে মে, ২০১৪ রাত ৮:৪৮
নগর বালক বলেছেন: শেষ চারটা লাইন লাইক । আপনার মুখে ফুল চন্দন পড়ুক । ফেবুতে নক করতে চাইলে Click This Link
৪|
২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কবিতা তিনটিই ভাল লাগলো ।
ঝিরঝিরে ঐ সাঝের বাতাস
মনটা উড়ু উড়ু
সকল বাধা পেুরয়ে সখি
হোকনা প্রেমের শুরু।
বা বেশ বেশ
২৫ শে মে, ২০১৪ রাত ৮:৩৯
নগর বালক বলেছেন: সেলিম ভাই , হা হা হা হা হা হা । আপনার মন্তব্যের জবাবে লেখক বলেছেন , থ্যাংকু ।
৫|
২৭ শে জুন, ২০১৪ সকাল ৮:৪৫
রাগিব নিযাম বলেছেন: একি শুনি পোলার খায়েশ
প্রেম যে হবে করে খায়েশ
১১ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৬
নগর বালক বলেছেন: হলো না , হলো না
আমি কি এমন লোক
আমার হলো না তাতে কি
তোমাদের হোক ।
হেলাল হাফিজ
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:১০
শায়মা বলেছেন: এক্সসেলেন্ট এগেইন!!!