| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের অনেক রং
ঘুড়ির মত উড়ে শঙ্খচিল, আকাশ ভেঙে যায় আমি ভাঙিনা বালিশ ঘুমে বেসামাল পতঙ্গরা প্রশ্ন রাখেনা
ইসলামের নানা অজানা বিষয় জানতে পারতাম ফেসবুকে NOOR নামে পেজটিতে কিন্তু এডমিন সাহেব এই সব রাজাকারের পক্ষ হয়ে এত শাহবাগ শাহবাগ করাটা কি ঠিক হচ্ছে?
এতই যদি করতে ইচ্ছে হয় তবে প্লিজ নামটা নুর থেকে বাদ দিন...
আল্লাহর ইসলামকে নিয়ে আর কত লুডু খেলবেন?
আর কত কুলুসিত করবেন বিশ্বের সর্বশ্রেষ্ট ধর্মটিকে?
বাংলাদেশ অসম্প্রদায়ীক দেশ । এখানে অনেক ধর্মের মানুষ বাস করে । হাজারো চাইলেও এদেশে কোরআন এর আনই মোতাবেক সংবিধান চলবেনা । আপনাদের মগজে এটাই আছে তো? আর কত ইতিহাস সৃষ্টি হলে আপনারা বুঝবেনআপনারা ভুল পথে হাঁটছেন । কারো রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য ইসলামের দোহাই দেওয়াটাকি মুনাফিক এর সামিল নয়?
বিবেকের দরজা খুলে দেখুন আপনারা ভুল পথে হাঁটছেন ।
বলতে পারেন, ইসলামের দাওয়াত দিয়ে আপনারা কি কখনো কোন অমুসলিম বা বেধর্মি কে আল্লাহর রাস্তায় আনতেপেরছেন?
কিংবা আপনাদের দলে না টেনে কোন সাধারন ইসলাম ধর্মি পথভ্রষ্ট মানুষকে নামাজ পড়াইতে পেরেছেন?
পারেননি...
তবে কেন এই প্রহসন?
কেন কিছু ধর্মভিরু মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া?
আজ সবাই আপনাদের রাজাকারের উত্তরশুরি বলে কিন্তু আমি রাজাকার বলিনা কাউকে । আমি শুধু এটুকু কল্পনা করি আমার আপনার কিছু মা বোনকে কিছু এদেশিয় নরপশু টেনে হিচড়ে নিয়ে যায় আমাদের সামনে দিয়ে । সেই নরপশু গুলো যতই ইসলামের মোখুশ পরুক যতই কোরআনের কথা বলুক তবুও আমি তাদের ক্ষমা করবোনা, করতে পারিনা ।
আজা সরাদেশ ফুশে উঠেছে বাংলাদেশে। সবার এক দাবি যুদ্ধাপরাধীর সঠিক বিচার আর ফাঁসি । কিন্তু আমিতাদের বিচার কিংবা ফাঁসি কিছুই চাইনা । মৃত্যর পর তাদের বিচার আল্লাহ করবে? উপরেতো একজন আছেন, তিনি জানেন কে কি করছে, কি করেছিল আর কিকরবে ।
সেই সব শকুনদের জন্য একমাত্র জাহান্নামের আগুনি দরকার । আমি মনে করি তাদের বর্বরতার বিচার আল্লাহ ছাড়া আর কেউ করতে পারবেনা ।
প্রতিদিন নামাজ পড়তে গেলে একটাই কথা মনে পড়ে এই নরপশু গুলো কি ভাবে ইসলাম কে ধোকা দেয়?
কি ভাবে?
©somewhere in net ltd.