| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের অনেক রং
ঘুড়ির মত উড়ে শঙ্খচিল, আকাশ ভেঙে যায় আমি ভাঙিনা বালিশ ঘুমে বেসামাল পতঙ্গরা প্রশ্ন রাখেনা
আমাদের প্রত্যেকের মধ্য কোন না কোন প্রেম আছে।এই প্রেম কোন একজনের জন্য বাক্সবন্ধি রাখা ঠিকনয়। তোমার প্রচন্ড রকম ভালবাসাকেসত্সম্ভব কাজে মাধ্যমে সকলেল কাছে বিচরন করতে হবে।তোমার ভালবাসা তোমার সম্পদ তা বিশ্বকে জয় করা সম্ভব।কোন একজনকে সবটুকু দিয়ে দিলে সেই ভালবাসা ব্যক্তিককেন্দ্র ীয়তায় রূপ নেয়।সেই একজন তোমার পাগলের ভালবাসাকে কতটুকুই বা মূল্য দিতেপারে।দেশকে ভালবেসে কিন্তু আজকের শাহবাগ জাগরন সূষ্ট। একটি গোলাপ ,কয়েকটি চুমো কিংবা একান্দ নিষিদ্ধ সময কাটানো ভালবাসার শুদ্ধতা প্রকাশ পায়না। ভালবাসা হয়ে ওঠার বিষয় কিন্তু করার বিষয় নয়।আপনি কেন প্রেম করেন এই প্রশ্নটির উত্তরে কি জবাব দিবেন।রোমিও জুলিয়েট ওভালেন্টাইন কোন চরিত্র আমাদের ধর্মীয় অনুভূতির অংশ নয়।বরং এড়িয়ে চলা উচিত কেননা বিভিন্ন দিবসের প্রয়োজনীয়তা আছে স্বরণ করার জন্য।যে ভালবাসে তার বিশেষ দিন লাগেনা ।
©somewhere in net ltd.