| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের অনেক রং
ঘুড়ির মত উড়ে শঙ্খচিল, আকাশ ভেঙে যায় আমি ভাঙিনা বালিশ ঘুমে বেসামাল পতঙ্গরা প্রশ্ন রাখেনা
একবার চট্টগ্রাম ভার্সিটির কোন একটি দূঘর্টনায় প্রচুর স্টুডেন্টের রক্তের প্রয়োজন পড়ে ।অথচ খবরটা ছড়িয়ে যেতেই রক্ত দেওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেলে ততক্ষনে উপস্থিত হয়ে গিয়েছে বিভিন্ন পেশার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ এবং ছাত্রছাত্রীরা ।অন্ততপক্ষে সেবার রক্তশুন্যতায় কেউ হারিয়ে যায়নি ।
সময় এসেছে আবারো একত্রিত হওয়ার । যেকারনেই একজন মানুষ পৃথিবীতে হারিয়ে যাক না কেনো ,অন্তত আসুন রক্তের কারনে যেনো কেউ হারিয়ে না যায় এই পৃথিবী থেকে ।রক্ত দিতে চলে আসুন কিংবা রক্তদাতাদের জানিয়ে দিন এই খবরটি...
"সাভারের ভবন ধ্বসের ঘটনার পর ৮টি অপারেশন থিয়েটারে প্রায় ১৩০ জন চিকিৎসক আহতদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। রক্তের প্রয়োজন। সকল গ্রুপের শত শত ব্যাগ রক্ত লাগছে। সাভার, জাহাঙ্গীরনগরের যারা আছেন, তারা এনাম মেডিকেলে রক্তের জন্য একটু যোগাযোগ করেন। প্রচুর রক্ত লাগছে।
যোগাযোগ- 01681212777 (রন্তু)"
স্থান - এনাম মেডিকেল কলেজ হসপিটাল, সাভার, ঢাকা।....যোগাযো গ- তুহিন 01923337010 (জাহাঙ্গীরনগর) রন্তু 01681212777 (এনাম ম্যাডিক্যাল) 027743779-82, 01716358146
খবরটি সেয়ার করে সবাই কে জানিয়ে দিন...
২|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮
আকাশের অনেক রং বলেছেন: হুমম ঠিক বলেছেন হাসান ভাই
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬
মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষা সফরের সময় রাংগামাটিতে দূঘর্টনায় অনেক লোক এগিয়ে আসার ঘটনা বিরল