নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাগজের তৈরি কাক

নকল কাক

নকল কাক

নকল কাক › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা: ভুলে যাওয়া কিংবদন্তি

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৩


শেখ হাসিনা,
যিনি তিল তিল গড়ে তুলেছিলেন দেশ,
বিশ্বের বড় শক্তির সামনে দাঁড়িয়ে,
নিজ হাতে তুলে নিয়েছিলেন বর্শা।

সুপার পাওয়ারের আঘাতে, স্থির তিনি,
নতুন বাংলাদেশের স্বপ্ন ছড়িয়েছিলেন জগতে,
সতত, সংগ্রামে, এক সুরে ধ্বনি তোলেন,
দেশকে নিয়ে উঠতে চান আকাশের শিখরে।

কিন্তু সময়ের গতি সব কিছু বদলায়,
দেশের মানুষ ভুল বুঝে, চোখে হায়!
দূষিত মানুষের খেলা, কারবারের ছলে,
শেখ হাসিনার নামেও আঁকা কালো ছায়া।

বিশ্বে উচ্চতার শিখর ছুঁয়ে ছিলেন তিনি,
কিন্তু দেশবাসীর অজ্ঞতায়, হৃদয়ে ব্যথা ছিল গভীরে,
দুর্নীতি আর ক্ষমতার পলিটিক্সে,
তিনি হারিয়ে গেলেন, এক ভুল বোঝাবুঝির যুদ্ধে।

একদিন হয়তো, দেশের মানুষ বুঝবে তার মাহাত্ম্য,
যে নেত্রী একাই ছিল বাংলাদেশের শ্বাস,
তার চেয়ে বড় নেতা, কেউ হয়নি ইতিহাসে,
শেখ হাসিনা, দেশজুড়ে রাজমুকুটের আসল রাণী।

ভুলের পর ভুল, জনগণ একদিন বুঝবে,
এই নেতা ছিলেন মহান, বিশ্বের সেরা—
তার মহিমা, তার অবদান, ফিরবে একদিন,
তার পরে আসবে দিন, শেখ হাসিনার নাম থাকবে অমর।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনিও আফসোস আহারে আহা
একি করলেন। জনতা ভুল বুঝে নাই উনার ধূর্ততা ধরতে পেরেছে
তিনি একজন খুনি। তার পক্ষে কথা বললে সে সমান অপরাধি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.