নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তথ্য ও প্রযুক্তিবিদ, ছোট গল্পকার, গীতিকার এবং ফ্রিল্যান্স সাংবাদিক

বাবুল ডি নকরেক

বাবুল ডি নকরেক › বিস্তারিত পোস্টঃ

একটি মিথ্যে গল্প (ছোট গল্প)

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২১


এক

শোভন আমার প্রিয় ছাত্রদের একজন। তাদের গ্রামের বাড়ি জামালপুরের স্বপ্নবাড়ি গ্রামে। সেখানে এত ভাল কলেজ থাকতে কেন বংশাই নদীর পাড়ের 'মধুপুর কলেজ'-এ পড়তে আসল, আমি ভেবেই পাই না। তার ছোট বোনও আমাদের কলেজে একাদশ শ্রেণিতে পড়ে। দু'জনেই অসম্ভব মেধাবী। কিন্তু এত এত বিনয়ী, নম্র, ভদ্র, সবকিছুতে এত এত পরিশীলিত এবং পরিমার্জিত যে বর্ণনা করা যায় না।

ওরা কলেজের পর সপ্তাহে ৩ দিন আমার বাসায় পড়তে আসে। তাদের বাবা একজন শিক্ষিত, সজ্জন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। যেদিন থেকে জানি ওরা মুক্তিযোদ্ধার ছেলে-মেয়ে, সেদিন থেকে তাদের প্রাইভেট পড়ার টাকা নেই না। ওতে যেন আমিও তাদের পরিবারে একটা আলাদা মর্যাদার আসন পেলাম। তাদের বাবা-মাসহ পরিবারের সকলেই আমাকে ‘স্যার’ বলে ডাকা শুরু করে দিলেন। সাথে ওদের গ্রামের ছোট বড় অনেকেই আমাকে অহেতুক 'স্যার' ডাকতে শুরু করে দিলেন।

আমি প্রতি মাসে স্বপ্নবাড়িতে যাই। সেখানে শোভন, শোভা আর একুশ'র বিনে পয়সার পাঠশালাতে ৩-৪ ঘন্টা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের বান-কি মুন, ড আতিউর রহমান, মাদার তেরেসা, আইন্সটাইন, টমাস আল্ভা এডিসনদের গল্প শোনাই। মাঝে মাঝে ইংরেজি পড়াই। চড়ুই পাখির গল্প, নো ফ্রি লাঞ্চ, জীবন দর্শন নিয়ে ছোট ছোট গল্প বলে তাদের উৎসাহিত করি।

আমি তাদের কলিন পাওয়েল এর ফিলোসফি শেখাই, "There are no secrets to success. It is the result of preparation, hard work, and learning from failure."

এভাবে এক সময় স্বপ্নবাড়ি'র উঠানের বিনে পয়সার পাঠশালাটা খুব আপন হয়ে উঠে, আপন হয়ে উঠে চারিপাশের মানুষ-জন।

একদিন শোভনের বাবাকে বললাম, “স্যার, আপনি যখন আমাকে স্যার ডাকেন, আমার খুব খারাপলাগে। নিজেকে খুব ছোট মনে হয়!”

- তাহলে কি ডাকব, স্যার?
- আপনি 'মেঘ' বলে নাম ধরে ডাকেন। আর ‘তুমি’ করে বললে আরও খুশি হব।
- না, না। তা হয় না। সম্মানী মানুষকে সম্মান দিতে হয়। ছোটরা তো আমাদের দেখেই শেখে! ছোটদের কাছে আমাকে এতটা বেয়াদব বানাবেন না, প্লিজ। তাহলে আমি বরং আপনাকে ‘প্রফেসার সাহেব’ বলি?

- না, না, স্যার! প্রফেসার অনেক বড় পদ। আমি প্রভাষক মাত্র।
- তাহলে ‘মাস্টার মশাই’ ডাকি? তবুও তো ভাল শোনায় না!
- আপনার যা খুশি ডাকুন স্যার । তবে ‘স্যার’ ডাকবেন না আমাকে, প্লিজ।

গল্পটির পাঠ শুনতে এখানে ক্লিক করুনঃ http://youtu.be/1_NG23SY2Ik?hd=1

[পাঠক রিয়েকশানঃ "আপনার গল্প প্রায় সবটাই পড়ার চেষ্টা করি। এটাও পড়লাম দাদা। আবেগের দলাটা গলা অব্দি ঘোরাঘুরি করছে। এমন সাবলীল উপস্থাপনা আপনার দ্বারাই সম্ভব। আপনার গল্প পড়ে আমি আমার বাবুল'দাকেই খুঁজে পাই, যে বাবুল'দার ছবিটা আমার মানসপটে আঁকা। ধর্ষিতা শালবনের বাবুল ডি নকরেককে। লেখায় আপনার আবেগ যে কাউকেই ছুঁয়ে যাবে। অনেক ধন্যবাদ দাদা, নিজের যাপিত জীবনের বিষয়গুলোকে কী চমৎকার ভাবে গল্পের ঢঙে বলে যান আপনি। যেখানে উজ্জীবিত হওয়ার মতন অনেক রসদই থাকে।

শালবন আপনাকে মিস কর। বাকিটা েখানে: Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.