নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

\'ছোট্ট রাজপুত্তুর\' এর খোঁজে...

২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৩

দুপুর ১'৩২ মিনিটে 0168****702 নম্বর থেকে ফোন কল:
- আপা আপনি কোথায়?
- আমি ইউনিভার্সিটি তে।তুমি কোথায়?
- আমি আপনার ফ্যাকাল্টি রুমের সামনে।
রুম থেকে বের হয়ে দেখি, আকর্ণ বিস্তৃত হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন none another মোঃ খালিদ রহমান।
- কি বিষয়?
- এই চলে আসলাম। আপনার সাথে আজ লাঞ্চ করবো
- আজ মাসের কয় তারিখ?
-কেন ২৪ তারিখ!
-একজন মাস মজুরের কাছে মাসের সবচেয়ে দুঃসময়। এখন লাঞ্চ করানো যাবে না।যে পথে আসছো, সে পথেই ভেগে যাও।আল্লাহ হাফেজ।

- আপনার ব্যাগের খুচরো পয়সা রাখার পকেট টা উপুর করলেও দু'জনের লাঞ্চ হয়ে যাবে।
-আচ্ছা দাড়াও দেখি।ব্যাগ হাতড়ে টাকা গুনে বললাম,যা আছে তা দিয়ে দু' জনের কাচ্চিবিরিয়ানি আর ড্রিংকস হবে। চলবে?
- ৩২ পাটি দন্ত বাহির করিয়া উত্তর আসিলো, চলবে মানে দৌড়াবে। আমি তো ভাবেছিলাম, আজ প্লেন ওয়াটার খেয়ে থাকতে হবে
- তাহলে বসো।হাতের কাজগুলো একটু গুছিয়ে নেই।

দুপুর ৩'০০ টা , স্টার কাবাব এ বসে খাবার অর্ডার করতে আর খেতে খেতে বিকাল ৪'০০ টা।আপা চলেন বই কিনবো। ( খালিদ রহমানের আবদার তো কখনো একা আসে না, আসার সময় আন্ডা বাচ্চা সাথে করেই আসে!) ফাদে যখন একবার পা দিয়েছি, তখন উল্টা লটকাইতে তো হবেই

আজিজ - পাঠক সমাবেশ - কনকর্ড টাওয়ার - গ্রীনরোড মাল্টি প্লাজা পাঠ্যসূত্র প্রকাশনী - নিউ মার্কেটের সব গুলো বইয়ের দোকান ঘুরেও "ছোট্ট রাজপুত্তুর " কে কোথাও পাওয়া গেলো না। যে দেশে রাজা নাই, রাজত্ব নাই সে দেশে রাজপুত্তুর আমি কোথায় পাই ! মাঝখান দিয়ে আমার ৩০০ টাকা রিকশা ভাড়া খরচ ;( আর একটু হইলে তো ক্রেডিট কার্ড দিয়ে রিকশা ভাড়া পরিশোধ করতে হতো!
সন্ধ্যে ৭'০০, চলেন আপা শর্মা খাই (অত্যন্ত ভাবলেশহীন ভাবে)
আজকে যে আমি কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম ;( এখন থেকে রোজ ঘুমানোর আগে ড্রেসিংটেবিল এর আয়না টা পর্দা দিয়ে ঢেকে রেখে ঘুমাতে যাবো, প্রমিজ !
শেষমেশ রাত ৮'০০, আমাকে আর্থিক ভাবে স্বর্বশান্ত করে নিজ গৃহের উদ্দ্যেশে শিস বাজাতে বাজাতে রওনা হলেন আমার ভাই টা।
At the end of the day, feeling শাবানা - শাবানা ( স্বর্বংসহা)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৫

অপ্রতীয়মান বলেছেন: হা হা হা
মজা পেলাম

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২৩

নান্দনিক নন্দিনী বলেছেন: অপ্রতীয়মান, অসংখ্য ধন্যবাদ :)

২| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৬

শহুরে আগন্তুক বলেছেন: বান্দা হাজির !! B-) :P B-)) :D

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ২:০১

নান্দনিক নন্দিনী বলেছেন: ফরমান জারির আগেই হাজির! মতলব খানা কী??

৩| ২০ শে জুন, ২০১৫ রাত ৮:৩৬

তানভীরএফওয়ান বলেছেন: ur writing is nice and funny.thanks

২০ শে জুন, ২০১৫ রাত ১০:৪৭

নান্দনিক নন্দিনী বলেছেন: My pleasures :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.