নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।
সবার-ই পরিচয়ের পর প্রণয় হয়,
আমি তো প্রণয়ের পরে তোমার পরিচয় পেলাম!
এক আকাশ উদারতা ছোট হতে-হতে, হতে -হতে
একটা ছাতা'য় এসে ঠেকলো।
ছাতা দিয়ে হয়ত,
এক পশলা বৃষ্টি কিংবা এক টুকরো রোদ আটকানো যায়।
কিন্তু সারা জীবনের উপর দিয়ে যে ঝড় জলোচ্ছ্বাস এবং খরা যাবে, তার বেলা তে কী করবো ?
আমি কি তবে তোমার থেকে , নিদেনপক্ষে একটা ছাদ আশা করেছিলাম, কিংবা নির্ভরতা ?
পরিচিত হয়ে জানলাম; উদারতা দেখানো একটা আর্ট,
ওটা না দেখালে সমাজের চোখে আলাদা হওয়া যায় না!
তাই হয়তো পুনরায় অপরিচিত হবার দুঃসাহস,
দেখানোর সিদ্ধান্তটা নিয়েই ফেললাম।
ভালো থেকো,
নিজের মনের মাপে
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৭
নান্দনিক নন্দিনী বলেছেন: হাসান আপনি প্রতি বার-ই লিখেন "ভালো লাগলো"। আমিও লিখি ধন্যবাদ। খুব কাঠামোগত কথা। যা হোক, ভালো লাগা অব্যাহত থাকুক।ভালো থাকবেন
২| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪২
জেন রসি বলেছেন: পরিচিত হয়ে জানলাম; উদারতা দেখানো একটা আর্ট,
ওটা না দেখালে সমাজের চোখে আলাদা হওয়া যায় না!
তাই হয়তো পুনরায় অপরিচিত হবার দুঃসাহস,
দেখানোর সিদ্ধান্তটা নিয়েই ফেললাম।
কবিতা ভালো লেগেছে
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৯
নান্দনিক নন্দিনী বলেছেন: সাহসী মেয়েদের জন্য সমাজ রিফর্ম করছে! এ তো আমার স্বপ্নঘোর
অনেক অনেক ধন্যবাদ।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: এক আকাশ উদারতা থেকে ছাতা।
এক পশলা বৃষ্টি কিংবা এক টুকরো মেঘ থেকে জীবন জুড়ে জলোচ্ছ্বাস।
লেখিকার এই ভাবনার বিশাল ডানায় মুগ্ধতা রেখে গেলাম।
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৭
নান্দনিক নন্দিনী বলেছেন: মুগ্ধতা রেখে চলে যাবেননা প্লিজ। মুগ্ধতা একা হয়ে যাবে।
জীবনের ঢেউ গুলো ছোট বড় বলেই তো জীবন এতটা মনোযোগ পায়।
৪| ৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: মুগ্ধতা দিয়েছি লেখিকার লেখায়। একা থাকবে কেন?
০১ লা মে, ২০১৫ রাত ২:৪৫
নান্দনিক নন্দিনী বলেছেন: মুগ্ধতা লেখার সাথে যতদিন মানিয়ে নিতে না-পারে, ততদিন কী ভাবে থাকবে মুগ্ধতা? ওর একা একা লাগবে না!
৫| ০১ লা মে, ২০১৫ ভোর ৬:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: নিয়ে গেলাম।
০১ লা মে, ২০১৫ সকাল ১১:৩২
নান্দনিক নন্দিনী বলেছেন:
৬| ০১ লা মে, ২০১৫ দুপুর ১২:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:৪৯
নান্দনিক নন্দিনী বলেছেন: ???
৭| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ৯:০৬
মনিরা সুলতানা বলেছেন: এই শুভ কামনা টুকুই প্রাপ্য..
নিজের মনে মাপে ভালো থাকা
০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১২:৫৩
নান্দনিক নন্দিনী বলেছেন: আপু, শুভ কামনার সাথে তাচ্ছিল্য মেশানো থাকলে কী-ই বা আসে যায়? শুভ কথাটা তো আছে!!
আমি তো চেয়েছি- ঝগড়া হোক, মান হোক- অভিমান হোক........ সর্বোপরি যুগলবন্দী জীবন হোক
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৬
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।