নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।
ভাবছি বিয়ে করবো। কিন্তু বিয়ে করাটা তো আর মুখের কথা নয়। কি ভাবছেন সুপাত্রের অভাব? মোটেই নয়। এখন চাইলেই প্রতিষ্ঠিত পাত্র পাওয়া যায়- সমাজের চোখে যাকে সুপাত্র-ই বলা যায়।
বিশ্বাস করুন, আমি বিয়ের পাত্র নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নই। তার থেকে বেশি চিন্তিত “ওয়েডিং ফটোগ্রাফার” নিয়ে। বিয়ে তে ভালো ফটোগ্রাফারের ডেট পাওয়া, সে তো রীতিমতো ভাগ্যের ব্যাপার। বিয়ের ছবি ঝকাঝক সুন্দর আসবে তো! তাই প্রথম পছন্দের তালিকায় রেখেছি “ওয়েডিং ডায়রি” কে। খুব ভাল বলবো না তবে চলে আর কি
তারপর-ই ভাবছি পার্লার নিয়ে। একটু ঘাটাঘাটি করে যা বুঝলাম; কোনো পার্লার চোখ সুন্দর সাজায় তো অন্য পার্লার নাক সুন্দর শার্প করতে পারে। এক পার্লার চুল সুন্দর বাধে তো আরেক পার্লার বেসটা ভালো দেয়। কোনটা রেখে কোনটাতে যাই। তবে ফারজানা শাকিল'স মনে হয় সো ফার বেটার
এরপর আছে হলুদ, মেহেদী সন্ধ্যা, নেইলপলিশ নাইট, কুমারী ভাত (ব্যাচেলর পার্টি), দেনমোহর নির্ধারন পার্টি, কনভেনশন হল বুকিং, কেনাকাটা, খাবারের মেন্যু বুফে না সেট মেন্যু………………………… উফফ আর ভাবতে পারছি নাহ।
এই দেখেন কথায় কথায় ভুলেই গেছি প্রি ওয়েডিং এন্ড পোষ্ট ওয়েডিং ফটোগ্রাফি এর কথা। কোথায় যাবো বলেন তো। কোথায় মনের মতো লোকেশন পাবো। আনকমন হবে তো?
যত যা-ই বলেন, বিয়ে তো জীবনে একবার-ই করবো। তাই খরচ নিয়ে আর তেমন ভাবছি না। সব কিছু হতে হবে এক্কেবারে লেটেষ্ট। ডিজাইনার ড্রেস, ফিউশন গয়না (ঐতিহ্যের সাথে আভিজাত্যের মেল বন্ধন), নাচ গান, লাইটিং সব কিছু হতে হবে চোখ ধাঁধানো।
বাজেটের অর্থ সংকুলান হবে কোথা থেকে?? কেন ডায়েট করে টাকা জমিয়েছি না! কম পড়লে ধার করবো, তাতে না কুলালে ব্যাংক লোন তো নেয়া-ই যাবে। আর তাতেও যদি না হয়, তবে ঠিক করেছি “কীডনী” বেইচা দিমু।
বিয়ে!! ওটা তো আর রোজ রোজ করা হবেনা, তাই না????
১৯ শে জুন, ২০১৫ রাত ১১:৩২
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে জুন, ২০১৫ রাত ১১:১০
টকদঐ পার্ট ২ বলেছেন: খুব ভালো চিন্তা আপনার
১৯ শে জুন, ২০১৫ রাত ১১:৩৪
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনিও চিন্তা করে দেখতে পারেন
৩| ২০ শে জুন, ২০১৫ সকাল ১০:১৭
ঘুড়তে থাকা চিল বলেছেন: বিয়েরবিয়ে বাস্তব চিন্তা-ভাবনা!!
২১ শে জুন, ২০১৫ রাত ১২:৩৪
নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা....
৪| ২০ শে জুন, ২০১৫ দুপুর ১:২৯
হাসান মাহবুব বলেছেন: তীর্যক উপহাস। ভালা পাইলাম।
২১ শে জুন, ২০১৫ রাত ১২:৩৭
নান্দনিক নন্দিনী বলেছেন: উপহাস-ই যখন করবো, তখন তীর্যক ভাবে কেন নয় :p
খুশি হইলাম
৫| ২০ শে জুন, ২০১৫ দুপুর ২:২৫
অপু তানভীর বলেছেন: রেস্পেক্ট এমুন বিবাহ রে
২১ শে জুন, ২০১৫ রাত ১২:৪০
নান্দনিক নন্দিনী বলেছেন: বিনা দাওয়াতেই চলে আসবেন
এমন আয়োজনমালা'র প্রত্যক্ষদর্শী হওয়ার আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করবেন না
৬| ২০ শে জুন, ২০১৫ রাত ৮:৩০
বোকামানুষ বলেছেন:
২১ শে জুন, ২০১৫ রাত ১২:৪১
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৫ রাত ১০:৫৯
ঢাকাবাসী বলেছেন: মজা পেলুম।