নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

রাজন’রা চোর হয়ে জন্মায় না…

১২ ই জুলাই, ২০১৫ রাত ১০:৪৪

তের বছরের শেখ সামিউল আলম রাজন কে আমি চিনি না, দেখিনি কোনোদিন। কিন্তু কেন জানিনা আজ ওকেই আমার অনেক বেশি আপন আর নিজের মনে হচ্ছে। আজকের সব আনন্দ, সব প্রাপ্তি ঠিক দরজার ওপাশে এসে থমকে গেছে। তাকে সাদর সম্ভাষন জানানোর কোনো আগ্রহ পাচ্ছি না। বিশ্বাস করুন, রাজন’রা চোর হয়ে জন্মায় না, বরং তাদের দিনে দিনে চোর হবার সব বন্দোবস্ত পাকা করা হয়। এই পুরো প্রক্রিয়াতে সবাই দায়ী। কেউ নিজেকে নির্দোষ দাবী করতে পারেন না।

রাজনকে চোর বলা হচ্ছে। আমি জানি না, সে চোর কিনা। আর যদি চোর হয়েও থাকে,“কে তাকে চোর বানিয়েছে?”। তাকে চোর বানিয়েছে এই দেশ, এই সমাজ, এই শাসন ব্যবস্থা এবং সর্বোপরি আমরা সবাই। হ্যাঁ আমরা সবাই এর জন্য দায়ী।

আচ্ছা, কেউ কি বলতে পারেন, রাজন কী চুরি করেছিল-
ব্যাংকের হাজার হাজার কোটি টাকা?
শত শত ভরি স্বর্নালংকার?
সম্পদের দলিল?
বিদেশী ডিগ্রী?
গুরুত্বপূর্ণ কোন পদ?
এগুলোর কোন টাই না! তবে কি ?? আমি জানতে চাই, কী- কী চুরি করেছে যে তাকে এভাবে জীবন দিতে হলো।

রাজন কে ১০ বছরে আপনি চোর বানান, ১৫ তে ছিনতাই কারী, ২০ এ বানান দলের একনিষ্ঠ কর্মী আর ২৫ এ পেশাদার খুনি। রাজন’রা আপনার চাবি দেয়া পুতুল হয় বলেই আপনার সন্তানরা নিশ্চিন্তে বিদেশে পড়াশুনোর পাঠ চুকাতে পারে। রাজন’রা আছে বলেই আপনি ক্ষমতার লড়াইয়ে টিকে থাকেন, রাজন’রা আছে বলেই আপনার কোটি কোটি টাকা ব্যাংকে অলস পড়ে থাকে। রাজন’রা আছে বলেই আপনার পরিবার পরিজন তথাকথিত “সেকেন্ড হোম” নামের উন্নত দেশ গুলো তে থাকতে পারে।

কামরুল, ময়না চৌকিদার, দুলাল, পাবেল, মুহিত, আলী, শামীম, ইউসুফ। চলুন এই নামগুলো কে স্বর্নাক্ষরে লিখে রাখি। এদের ফাঁসীর দাবী করার মতো বুদ্ধিহীন প্রানী আমি নই। বরং আগামী কোনো নির্বাচনে আমি এদের নমিনেশন চাই।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:


হত্যাকারীদের কুকুরের মতো গলায় রশি দিয়ে গাছ থেকে ঝুলানো ছিল পুলিশের দায়িত্ব, এটাই হবে সঠিক বিচার।

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:০৮

নান্দনিক নন্দিনী বলেছেন: বিচার আচার দিয়ে হবেনা ভাই, সামাজিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে

২| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:১১

ঢাকাবাসী বলেছেন: রাজন চোর কে বলেছে? আরে ওর চাইতে হাজার লক্ষগুন বড় চোর তো আমাদের ..ন্ত্রীস..তে দিব্যি বিরাজমান!

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:১০

নান্দনিক নন্দিনী বলেছেন: সময় এসেছে পরিবর্তনের..... এবং তার জন্য আমাদের কেই এগিয়ে আসতে হবে।

৩| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৭

সাবু ছেেল বলেছেন: একটি সাহায্যের আবেদনঃ জাতিকে কলঙ্ক মুক্ত করতে অতি দ্রুত এদের ফাঁসি চাই!

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১২:১৮

নান্দনিক নন্দিনী বলেছেন: জ্বি ঠিক বলেছেন।

৪| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: নির্মম, পৈশাচিক, অমানবিক, নিষ্ঠুরতার চরম প্রকাশ। ধিক
এই মানবরুপী পশুদের। নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক
শাস্তি দাবী করছি।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১২:২০

নান্দনিক নন্দিনী বলেছেন: আমার বিশ্বাস, সাধারণত মানুষের চাওয়া পূরণ হবেই। (ইনশাআল্লাহ)

৫| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:২০

রিকি বলেছেন: যারা চোর নামে অভিযুক্ত করেছে রাজনকে --- ওকে কি দুই বেলা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে দুই মুঠো খেতে দিত তারা ??? বড় বড় পয়সাওয়ালা চোরের তো বিচার হয়না---অভিযোগ খেটে খাওয়া মানুষের, পেটের দায়ে চুরি করলে সেটা হত্যার সমান অপরাধ?? তাদের এই পরিস্থিতিতে কে নিয়ে এসেছে?? এখানে আপনার কথার সাথে আমি একমত তাকে চোর বানিয়েছে এই দেশ, এই সমাজ, এই শাসন ব্যবস্থা এবং সর্বোপরি আমরা সবাই। হ্যাঁ আমরা সবাই এর জন্য দায়ী। ও তরকারি বিক্রি করত যতটুকু জানা গেছে, অভিযোগ তো মেলা কিছু দিচ্ছে, আসল উদ্দেশ্য তো নিজেরাই ভিডিওতে বলেছে (ওটা একটা যে পাশবিক আনন্দ ছিল তাদের কাছে, উল্লাস করা দেখলে সেটা বোঝা সম্ভব)-- ওটা আর কিছু হলেও চোরের সাজা ছিল না, এত মর্মান্তিক ভাবে মানুষকে মারার অর্থ কি--- বিকৃত মানসিকতা ছাড়া। চোর সাজিয়ে কাউকে বর্বর ভাবে মেরে ফেসবুকে ভিডিও আপলোড দেয়া কোন ধরণের মানুষের কাজ আপু??? এরা সুস্থ না এটা সবাই বুঝেছে--- এরা কোন জাতের মানুষ কেউ কি সেটা বলবে-- যারা খুন করে মানুষকে চোর সাজায় ???

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১২:২৪

নান্দনিক নন্দিনী বলেছেন: কতখানি নীচে নামলে এভাবে একটা শিশু কে নির্যাতন করে হত্যা করা যায়, তা দেখে স্তম্ভিত হয়েছে। আমরা ক্রমশ অন্ধকারের দিকে পেছাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.